মোদী সরকারকে চাপে ফেলতেই রাহুলের ‘ব্রেকফাস্ট পে চর্চা’, থাকছে না বহুজন সমাজ পার্টি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ‘চায়ে পে চর্চা’র পর এবার রাজনীতির ময়দানে ‘ব্রেকফাস্ট পে চর্চা’। আদৌ বিষয়টি ব্রেকফাস্টে সীমাবদ্ধ থাকছে না। পুরোপুরি রাজনৈতিক বৈঠক।

বাদল অধিবেশনে সংসদে ঝড় তুলতেই মঙ্গলবার সকালে বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠকে ওয়ানাড়ের সাংসদ তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ‘ব্রেকফাস্ট পে চর্চা’র আয়োজন করেছে কংগ্রেস।জানা গেছে বিরোধী দলগুলির ১০০ সাংসদ ‘ব্রেকফাস্ট পে চর্চা’য় অংশ নেবেন।

আমন্ত্রণ জানানো হয়েছে ১৭ টি রাজনৈতিক দলের নেতাদের। তালিকায় তৃণমূল কংগ্রেস, ডিএমকে, এনসিপি, আরজেডি, সমাজবাদী পার্টি এসপি, সিপিআইএম, সিপিআই, ন্যাশনাল কনফারেন্স, আম আদমি পার্টি, আইইউএমএল, আরএসপি, কেসিএম এবং ভিসি। মায়াবতীর বহুজন সমাজ পার্টি এতে অংশ নেবে না বলে জানা গিয়েছে।

নিঃসন্দেহে মোদী সরকারকে আরও চাপে ফেলাই এই বৈঠকের যে উদ্দেশ্য, তা বলাই বাহুল্য। এরই মধ্যে আলোচনা ছাড়াই বেশ কয়েকটি বিল পাস করিয়ে নিয়েছে সরকার। তাই সংসদে সরকারকে চাপে রাখার কৌশল প্রস্তুত করতে এবং বিরোধীদের ঐক্যবদ্ধ রাখতে রাহুলের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট