আগামীকাল রাজ্যের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে রেল ও মেট্রোরেল কর্তৃপক্ষ, লোকাল ট্রেন চলাচল নিয়ে সিদ্ধান্তের সম্ভাবনা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আনলক চতুর্থ পর্বে কেন্দ্র সরকার আগেই জানিয়ে দিয়েছিল ৭ সেপ্টেম্বরের পরে দেশের বড় শহরগুলিতে চলতে পারে মেট্রো রেল।
এ রাজ্যে আগামী ৭ তারিখ লকডাউন থাকায় পরেরদিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর থেকে চলতে পারে মেট্রো রেল। একই সঙ্গে ভাবনায় রয়েছে লোকাল ও শহরতলির ট্রেন চালুর বিষয়টিও।
এই সব কিছু নিয়েই আগামিকাল ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছে রেল, রাজ্য ও মেট্রোরেল কর্তৃপক্ষ। বৈঠকে রাজ্যের তরফে থাকবেন মুখ্যসচিন রাজীব সিনহা। সেই বৈঠকের ওপরেই কার্যত নির্ভর করবে এই মাসে শহরতলির লোকাল ট্রেন ও মেট্রোরেল চালুর কোনও সম্ভাবনা রয়েছে কী নেই।
মেট্রো রেল নিয়ে রাজ্যের তরফে বেশ কিছু আপত্তির কথা জানানো হতে পারে মেট্রো কর্তৃপক্ষকে। তার মধ্যে অন্যতম হচ্ছে স্মার্ট কার্ড। মেট্রো রেল সংক্রমণ ঠেকাতে সিদ্ধান্ত নিয়েছে স্মার্ট কার্ড যাদের আছে কেবলমাত্র তাঁরাই এই পরিষেবা নিতে পারবেন।
একই সঙ্গে মেট্রো রেল এটাও জানিয়েছে টোকেন পরিষেবা এখন চালু হচ্ছে না ও নতুন করে কোনও স্মার্টকার্ডও এখন ইস্যু করা হবে না। টোকেন বন্ধ নিয়ে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই।
কিন্তু স্মার্ট কার্ড নতুন করে ইস্যু না করার সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের আপত্তি আছে। কারন নতুন করে স্মার্ট কার্ড ইস্যু করা না হলে এতদিন যারা শুধুমাত্র টোকেন কিনে যাতায়াত করতেন তাঁরা এই পরিষেবার সুযোগ নিতে পারবেন না।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-indian-government-has-banned-118-mobile-apps-including-pubg/
একই রকম ভাবে কেন্দ্র সরকার জানিয়েছে মেট্রো ব্যবহারকারীদের আরোগ্য অ্যাপ তাঁদের মোবাইলে ডাউনলোড করতেই হবে। কিন্তু সব যাত্রীর কাছে স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড মোবাইল নেই। তাই এই নিয়ম যেন বাধ্যতামূলক করা না হয়।
একই সঙ্গে মেট্রোর দাবি ছিল রবিবার তা না চালানোর। রাজ্যের বক্তব্য, কম হলেও রবিবার চলুক মেট্রো। এখন দেখার বিষয় এই বিরোধীতার জায়গাগুলি কিভাবে মীমাংসা পায়।
একই সঙ্গে শহরতলির লোকাল ট্রেন চালানোর বিষয়টি নিয়ে আমজনতার দাবি ক্রমশই বেড়ে চলেছিল। সেই দাবিকে মান্যতা দিতেই এবার লোকাল ট্রেন চালুর পথে হাঁটতে পারে রেল কর্তৃপক্ষ। এমনটাই মনে করা হচ্ছে।
এখনই রেলমন্ত্রকের তরফে এই বিষয়ে কেউ কোনও মন্তব্য না করলেও নানা স্টেশনের প্রস্তুতি বলে দিচ্ছে ভিতরে ভিতরে জোর কদমে লোকাল ট্রেন চালানোর তোড়জোড় চলছে কিবা পূর্ব কিবা দক্ষিনপূর্ব রেলের অন্দরমহলে।
আগামিকালের বৈঠকে সেই লোকাল ট্রেন চালানো নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনার পরই বিষয়টি গতি পাবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য মুখ্যমন্ত্রী এদিন নিজেই জানিয়েছেন রেল আগামী ১৫ সেপ্টেম্বর থেকেই লোকাল ট্রেন চালু করে দিতে চাইছে। সেই পরিষেবা চালু হলে ভিড় কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সেটা নিয়েই আগামিকালের বৈঠকে আলোচনা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।