সোমবার নবান্নের সঙ্গে বৈঠকে বসছে রেল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে বাগবিতন্ডা রোজ লেগে রয়েছে। রাজ্যে লোকাল ট্রেন কবে থেকে চালু হবে? তার দিকে তাকিয়ে বহু মানুষ। এরই মধ্যে রবিবার হাওড়া স্টেশনে রণক্ষেত্র পরিস্থিতি ঘুম ছুটিয়েছে প্রশাসনের। এই পরিস্থিতিতে পুর্ব রেলের সঙ্গে বৈঠকের জন্য চিঠি পাঠালো নবান্ন। শনিবারের বিক্ষোভের পর রেলের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য। সোমবার বিকেল ৫ টায় বৈঠকের সম্ভাবনা।
বৈঠকে উপস্থিত থাকবেন রেলওয়ে সিকিউরিটি কমিশনের, অতিরিক্ত জেনারেল ম্যানেজার ও চিফ অপারেশনাল ম্যানেজার। রাজ্যের পক্ষ থেকে স্বরাষ্ট্রসচিব এইচকে দ্বিবেদী, আইজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিংহ, কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মা।
বৈঠকে রেল এর বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হবে বলে জানা গিয়েছে। এর আগে রেলের পক্ষ থেকে রাজ্যকে দুবার চিঠি দেওয়া হলেও রাজ্যের তরফে কোনও সদুত্তর মেলেনি। কিন্তু শনিবারের যাত্রী বিক্ষোভ দেখা এবার টনক নড়ল রাজ্য সরকারের।
শনিবারের ঘটনার পর বেজায় অস্বস্তিতে পড়তে হয়েছে নবান্নকে। পুর্ব রেলকে চিঠি দিয়ে স্বরাষ্ট্রসচিব এইচকে দ্বিবেদী জানিয়েছেন, রেলের কর্মীদের জন্য স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। সেখানে সাধারণ মানুষ উঠতে গেলেই তাঁদেরকে বাধা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিধি মেনে কিভাবে ট্রেন চালানো যায়? সেবিষয়ে পুর্ব রেলকে চিঠি দিয়েছে নবান্ন। পাশাপাশি উদাহরণ হিসাবে মেট্রোর কথা উল্লেখ করেছেন স্বরাষ্ট্রসচিব।
শনিবার রাতে স্পেশাল ট্রেনে যাত্রীদের ওঠা নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় হাওড়া স্টেশন জুড়ে। স্টেশনে ঢোকার মুখে যাত্রীদের আটকে দেওয়া হয়। জোর করে প্রবেশ করতে চাইলে আরপিএফ এবং জিআরপির সঙ্গে বচসা বাঁধে। অভিযোগ, লাঠিচার্জ করা হয় যাত্রীদের ওপর। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে প্রশাসন।
লকডাউনের পর থেকেই বন্ধ রয়েছে লোকাল ট্রেন। ফলে বেশ সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। উপায় না পেয়ে জোর করেই অনেকে উঠে পড়ছেন স্পেশাল ট্রেনে। যা নিয়ে রাজ্যের একাধিক জায়গায় শুরু হচ্ছে বিক্ষোভ। সোমবারের বৈঠকের পর কোনও সুরাহা মেলে কি না সেটাই দেখার।