রেল-নবান্নের বৈঠকের আগেই ধুন্ধুমার বৈদ্যবাটি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে লোকাল ট্রেন চালু নিয়ে আজই পূর্ব রেলের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নবান্ন। তার আগে লোকাল ট্রেন চালুর দাবীতে বিভিন্ন জায়গায় শুরু বিক্ষোভ। স্পেশাল ট্রেন অবরোধ করে ধুন্ধুমার বাঁধে রিষড়া এবং বৈদ্যবাটি স্টেশনে।

সূত্রের খবর, স্টাফ স্পেশালে উঠতে দেওয়ার দাবিতে সকাল ৮ টা থেকে শুরু হয় বিক্ষোভ। হুগলীর বৈদ্যবাটি স্টেশনে ধুন্ধুমার ফেলে দেয় উত্তেজিত জনতা। স্পেশাল ট্রেন আটকে চলছে বৈঠক। ক্ষোভের চোটে পথ অবরোধ করেন নিত্যযাত্রীরা। অবরোধ চলছে রিষড়া, শ্যাওড়াফুলি স্টেশনেও। অবরোধ করা হয়েছে জিটি রোড। অবরোধের জেরে আটকে রয়েছে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

লকডাউনের পর থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে। এরপর শনিবার হাওড়া স্টেশনের ঘটনার পর টনক নড়ে নবান্নের। শনিবারই নবান্নের তরফে রেলকে চিঠি দেন স্বরাষ্ট্রসচিব। চিঠির প্রত্যুত্তরে সোমবার বিকেলে বৈঠকে বসতে চায় রেল। স্বাস্থ্য বিধি মেনে কোন পদ্ধতিতে রেল চালু হবে? মূলত তা নিয়েই বৈঠকে বসতে চলেছে দুই পক্ষ। সূত্রের খবর, দুই পক্ষের প্রস্তাব মেনেই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই নবান্নে হবে এই বৈঠক। এমনতাই সূত্রের খবর। মুখ্যসচিব ছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, পরিবহণ সচিব প্রভাত কুমার মিশ্র , রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র ও কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা প্রমুখ।

উল্লেখ্য, শনিবারই পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীল শর্মাকে চিঠি দিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। স্পেশাল ট্রেনে জোর করে ওঠাকে কেন্দ্র করে রোজ বিভিন্ন জায়গায় অশান্তি লেগেই রয়েছে।

রেলের তরফে বৈঠকে হাজির থাকবেন থাকবেন পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা। বৈঠকে লোকাল ট্রেন নিয়ে জট কাটতে পারে বলে ইঙ্গিত মিলেছে রেলের তরফেও।

বৈঠকে উপস্থিত থাকার কথা, দুই রেলের এজিএম, চিফ অপারেশন ম্যানেজার, চিফ সিকিউরিটি কমিশনার সহ রেল আধিকারিকদের। অপরদিকে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাও এই বৈঠকে থাকতে পারেন।

সম্পর্কিত পোস্ট