মঙ্গলবার থেকে ১৫ টি রুটে চালু হচ্ছে দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন,জারি রাজনৈতিক চাপানউতোর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৫০ দিন পর চালু হচ্ছে দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন। কাল দিল্লি থেকে হাওড়া-সহ দেশের ১৫টি শহরের দিকে রওনা দেবে ট্রেন। আজ বিকেল ৪টে থেকে আইআরসিটিসির ওয়েবসাইটে অনলাইনে টিকিট কাটা যাবে।
ট্রেনে উঠতে মাস্ক বাধ্যতামূলক। স্টেশনে হবে থার্মাল স্ক্রিনিং। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ের মন্তব্য, অর্থনীতির কথা মাথায় রেখে একদিন না একদিন ট্রেন চালু করতেই হত।
অন্যদিকে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, এই পদক্ষেপের ফলে দেশের মানুষের জন্য কী অপেক্ষা করছে তা ভেবে শিউরে উঠছি।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনে বিজেপি
যে ১৫ টি রুটে ট্রেন গুলো চলবে সেগুলো হলো —
দিল্লি – হাওড়া , দিল্লি – ডিব্রুগড় , দিল্লি – আগরতলা , দিল্লি – পাটনা , দিল্লি – বিলাসপুর , দিল্লি – রাঁচি , দিল্লি – ভুবনেশ্বর , দিল্লি – সেকেন্দ্রাবাদ , দিল্লি – বেঙ্গালুরু , দিল্লি – চেন্নাই , দিল্লি – তিরুঅনন্তপুরম , দিল্লি – মারগাঁও , দিল্লি – মুম্বাই সেন্ট্রাল , দিল্লি – আমেদাবাদ , দিল্লি – জম্মু তাওয়াই