বর্ধমানের পাল্লা রোডে রেললাইনে ফাটল, যুবকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা
বর্ধমানের পাল্লা রোডে লাইনে ফাটল।জানা যায় ট্রেনটি ভয়াবহ দুর্ঘটনা হাত থেকে রক্ষা এক যুবক সূরজ ঘোষের তৎপরতায়।
মেঘনাদ সামন্ত,বর্ধমান:– শনিবার রাত ৮ টা বেজে ১৯ মিনিট নাগাদ বর্ধমান স্টেশনের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল।এবার বর্ধমানের পাল্লা রোডে লাইনে ফাটল।জানা যায় ট্রেনটি ভয়াবহ দুর্ঘটনা হাত থেকে রক্ষা এক যুবক সূরজ ঘোষের তৎপরতায়। লোকাল ট্রেনটি ওই লাইন দিয়ে বর্ধমান থেকে হাওড়া আসছিল।
দ্বিতল ভবনের একাংশ চোখের পলকের মধ্যে ভেঙে পড়ে। সেই সময় যাত্রীদের ভিড়ে ঠাসা স্টেশন চত্বর।জানা যায় এই ঘটনায় মৃতের সংখ্যা ১। হাসপাতালে ভরতি আরও ১।
আরও পড়ুনঃ গোটা দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে এনআরসিঃশ্রীকান্ত মাহাতো
নড়বড়ে রয়েছে এখনও কয়েকটা স্টেশনের কিছু অংশ।লোহার বিম দিয়ে দুর্বল অংশ ঠেকিয়ে রাখা হয়েছে। পার্সেল রোড খোলা হয়েছে যাত্রীদের যাতায়াতের জন্য।
কীভাবে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের একাংশ, তা জানতেই খড়গপুর IIT কে তদন্তভার দিয়েছে রেল কর্তৃপক্ষ।