খড়দায় দুর্ঘটনার পর লেভেল ক্রসিং নিরাপত্তায় বাড়তি সতর্কতা, নয়া নির্দেশিকা জারি করল রেল
লেভেল ক্রসিংয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর হল ভারতীয় রেল। কয়েকদিন আগে খড়দায় লেভেল ক্রসিংয়ে বড় দুর্ঘটনা ঘটে। গেট বন্ধ হয়ে যাওয়ার পরেও একটি গাড়ি লেভেল ক্রসিংয়ের গেট ফসে ঢুকে পড়ে। দ্রুত গতিতে আসা ট্রেন তাতে ধাক্কা মারে। যদিও তাতে কেউ হতাহত হয়নি।
তবে এই ঘটনার পরেই নড়ে চড়ে বসে রেল এবং বিজ্ঞপ্তি দিয়ে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।। তাতে বহলা হয়েছে লেভেল ক্রসিং গেট বন্ধ, দয়া করে থামুন। লেভেল ক্রসিংয়ে নিরাপত্তার জন্য পূর্ব রেলের অনুরোধ: গেট বন্ধ হওয়ার আগে থামুন। রেললাইন পেরোনোর আগে লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ হচ্ছে কিনা। ফ্ল্যাশার অন আছে। অ্যালার্ম হুটার শোনা যাচ্ছে কিনা সেটা নজরে রাখতে হবে।
আপনাকে লেভেল ক্রসিংয়ের গেটের অনেক আগেই নিরাপদ দূরত্বে থামতে হবে, কারণ একটি ট্রেন লেভেল ক্রসিংয়ের ট্র্যাক দিয়ে অতিক্রম করবে। যখন গেট বন্ধ হচ্ছে বা বন্ধ হয়েছে, তখন জোর করে প্রবেশের চেষ্টা করা মারাত্মক ঘটনা ঘটাতে পারে বা ট্রেনের দেরি হতে পারে, বা উভয়ই হতে পারে। হতে পারে যে আপনার কাছের কোনও ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন এবং আপনার অবৈধ প্রবেশের কারণে ট্রেনের বিশাল দেরির ফলে তারা অপ্রয়োজনীয়ভাবে কষ্ট পাবেন। রেলওয়ে আইন অনুসারে, লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ হওয়ার সময় বা বন্ধ হওয়ার পর প্রবেশ করা শাস্তিযোগ্য অপরাধ।
আপনাকে লেভেল ক্রসিংয়ের গেটের অনেক আগেই নিরাপদ দূরত্বে থামতে হবে, কারণ একটি ট্রেন লেভেল ক্রসিংয়ের ট্র্যাক দিয়ে অতিক্রম করবে। যখন গেট বন্ধ হচ্ছে বা বন্ধ হয়েছে, তখন জোর করে প্রবেশের চেষ্টা করা মারাত্মক ঘটনা ঘটাতে পারে বা ট্রেনের দেরি হতে পারে, বা উভয়ই হতে পারে। হতে পারে যে আপনার কাছের কোনও ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন এবং আপনার অবৈধ প্রবেশের কারণে ট্রেনের বিশাল দেরির ফলে তারা অপ্রয়োজনীয়ভাবে কষ্ট পাবেন। রেলওয়ে আইন অনুসারে, লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ হওয়ার সময় বা বন্ধ হওয়ার পর প্রবেশ করা শাস্তিযোগ্য অপরাধ।
রেলওয়ে আইন ( The Railway Act, 1989) , ১৯৮৯ এর ধারা
১৪৬ :-রেলের কর্মচারীকে তার দায়িত্বে বাধা দেওয়া :- যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন রেল কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেয় বা বাধা দেওয়ার চেষ্টা করে, তবে তিনি ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে বা এক হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
১৪৭ :- যদি কোন ব্যক্তি রেলওয়ের অংশে অবৈধভাবে প্রবেশ করে বা প্রবেশ করে সেই সম্পত্তির অপব্যবহার করে বা ছাড়তে অস্বীকার করে, তবে তিনি ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন। অথবা জরিমানা সহ যা এক হাজার টাকা পর্যন্ত হতে পারে, বা উভয়ের সাথে।
১৫৪ :-যদি কোন ব্যক্তি তাড়াহুড়ো করে এবং অবহেলার সাথে কোন কাজ করে, বা যা করতে সে আইনত বাধ্য তা করতে বাদ দেয়, এবং এই কাজ বা বাদ দিলে কোন রেলপথে ভ্রমণ করা বা থাকা কোন ব্যক্তির নিরাপত্তা বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে শাস্তিযোগ্য হবে। একটি মেয়াদের জন্য কারাদণ্ডের সাথে যা এক বছর পর্যন্ত প্রসারিত, বা জরিমানা, বা উভয়ই।
১৬০ :-যদি কোন ব্যক্তি, রেলওয়ের কর্মচারী বা এই জন্য অনুমোদিত ব্যক্তি ব্যতীত, রাস্তা যান চলাচলের জন্য বন্ধ থাকা লেভেল ক্রসিংয়ের উভয় পাশে স্থাপিত কোনও গেট বা চেইন বা বাধা খোলে, তবে তিনি কারাদণ্ডে দণ্ডিত হবেন। একটি মেয়াদ যা তিন বছর পর্যন্ত প্রসারিত হতে পারে।
১৬১ :-কোনো ব্যক্তি যদি কোনো যানবাহনের চালনা বা নেতৃত্বে অবহেলা করে কোনো মানহীন লেভেল ক্রসিং অতিক্রম করেন, তাহলে তিনি এক বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন।
উপরে উক্ত ধারা অনুসারে, লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ হওয়ার সময় বা বন্ধ হওয়ার পর প্রবেশ করা শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং, পূর্ব রেল আবার সকল পথচারীকে এবং গাড়ির চালক দের অনুরোধ করছে তাদের যানবাহন বা যাত্রা লেভেল ক্রসিংয়ের গেটের অনেক আগেই থামান এবং নিশ্চিত করুন যে লেভেল ক্রসিংয়ের গেট খোলা এবং কোনও ট্রেন আসার কোনও চিহ্ন নেই। যদি লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ হয় বা বন্ধ হওয়ার পথে থাকে, তবে গেট অতিক্রম করার কথা চিন্তাও করবেন না, তা যানবাহন নিয়ে হোক বা পায়ে হেঁটে। রেলওয়ের সাথে সহযোগিতা করুন লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করার সময় যাতে নিরাপদে ট্রেন অতিক্রম করতে পারে এবং রেল ও সড়ক উভয় ট্রাফিকের সহজ গতি নিশ্চিত করতে পারে।