বিদায় নিচ্ছে শীত, রবিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের রাজ্যে বৃষ্টিপাতের ভ্রুকুটি রাজ্য জুড়ে।ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর ফলে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গজুড়েই হবে বৃষ্টিপাত, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহান্তে ভিজবে দুই বঙ্গই। ২০ তারিখ রবিবার রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টিপাত হতে পারে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ সমস্ত জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Tmc Working Committee Meeting : জাতীয় কর্মসমিতির বৈঠক আজ, ক্ষমতার বিকেন্দ্রীকরণে অভিষেকের গুরুত্ব চান কর্মীরা

অকাল বর্ষণের জেরে বহুবার বাধাপ্রাপ্ত হয়েছে উত্তুরে হাওয়া। সোমবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে স্পষ্ট জানাচ্ছে আলিপুর।  আলিপুর আবহাওয়া দফতরের কথায়, কলকাতার আবহাওয়ার ক্ষেত্রে এই দু’দিন বড় কোনও বদল আসবে না। শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী দু’দিনে ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রার পারদ।

আবহাওয়ার অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ইডেনে অনুষ্ঠিত হতে চলা ভারত বনাম ওয়েস্টইন্ডিজের তৃতীয় টি-২০ ম্যাচ বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হতে পারে। ২০ তারিখই ভারত-ওয়েস্টইন্ডিজ তৃতীয় টি-২০ আন্তর্জাতিক ম্যাচ। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ১৯ তারিখের পর থেকে রাতের তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি বাড়বে। দিন যত এগোবে দিনের তাপমাত্রাও আরও বাড়তে থাকবে।

সম্পর্কিত পোস্ট