উৎসবের দিনে মুখভার আকাশের, সপ্তাহান্তে জাঁকিয়ে পড়বে শীত
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পঞ্চমীর সকাল থেকেই মুখভার আকাশের। বৃষ্টি মাথায় নিয়ে সকাল থেকে চলছে বাণী বন্দনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধ এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি।
ইতি মধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি।পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সহ একাধিক জায়গায় প্রবল বৃষ্টি।
মঙ্গলবার রাত থেকে বাড়তে শুরু করে তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে তা গিয়ে দাঁড়ায় ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। পাশপাশি বৃহস্পতিবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুনঃ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি দেখে মুষড়ে পড়েছে গোটা উপত্যকা
আবহাওয়াবীদদের তরফে জানানো হয়েছে, মুলত পশ্চিমী ঝঞ্ঝার কারণে শুরু হয়েছে বৃষ্টিপাত। আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত –এর কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করতে শুরু করবে। সেইসঙ্গে উত্তর থেকে আসা পশ্চিমি বায়ুর সঙ্গে জলীয় বাষ্প মিশে গিয়ে বৃষ্টিপাত তৈরি করবে।
সপ্তাহের শেষে ফের শীত জাঁকিয়ে পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।