ফের রাজ্যে বৃষ্টির সম্ভবনা, সপ্তাহের শেষে হাড় কাঁপানো শীত

পশ্চিমী ঝঞ্ঝার জেরে মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আগামী শুক্র-শনিবার অবধি রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত চলবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিনবঙ্গের একাধিক জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার জেরে মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আগামী শুক্র-শনিবার অবধি রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত চলবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর সূত্রের খবর, পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতির কারণেই রাজ্যে ঠান্ডার প্রকোপ ক্রমশ কমতে শুরু করেছে। বুধবার কলকাতা এবং তার আশেপাশের এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ২১.৬ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৬২ শতাংশ এবং সর্বোচ্চ ১০০ শতাংশ। বৃহস্পতিবার সকালের দিকে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভবনা আরও বাড়িয়ে তুলেছে।

তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলাগুলিতে বৃষ্টির পুর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়্গ্রাম, বাঁকুড়া, বর্ধমান জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা রয়েছে। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবীদরা।

সম্পর্কিত পোস্ট