অষ্টমী থেকে দশমী- ফের বৃষ্টির কবলে দক্ষিণের ৭ জেলা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নিম্নচাপের ফলে ভাসছে দক্ষিণবঙ্গ। বন্যা পরিস্থিতিতে পুজোর মুখে অসহায় রাজ্যের মানুষ। এই পরিস্থিতিতে আবারও দুর্যোগের অশনী সঙ্কেত। এবার পুজোতেও বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য। অষ্টমী থেকে দশমী পর্যন্ত রাজ্যে বৃষ্টির প্রবল সম্ভাবনার পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পুজোর শুরুতে বৃষ্টির সম্ভাবনা কম। কিন্তু তৃতীয়াতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আন্দামান সাগরে আগামী রবিবার ১০ অক্টোবর পঞ্চমীর দিন তৈরি হবে নিম্নচাপ। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে যাবে।
বুধ-বৃহস্পতিবার নাগাদ এটি উপকূলের কাছাকাছি চলে আসবে। সেই সময়ে বাংলা ওড়িশা ও অন্ধ্র উপকূলে বৃষ্টি বাড়বে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এই সাত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা আছে।
এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানান হয়েছে।অন্যদিকে , তৃতীয়ার দিন উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হলেও চতুর্থী থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে উত্তরবঙ্গে।