রবিবার হাওড়ায় বিজেপির যোগদান মেলায় উপস্থিত থাকবেন রাজনাথ সিং
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিল্লি বিস্ফোরণের পর বাংলার সফর বাতিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই শনিবার তাঁর সমস্ত কর্মসুচী বাতিল করা হয়েছে। যদিও রবিবার যোগদান পর্বে উপস্থিত থাকতে চলেছেন রাজনাথ সিং। এমনটাই বিজেপি সূত্রের খবর।
জানা গিয়েছে, শনিবার সকাল বেলায় আসার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। এদিনই কাজ সেরে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু রাজ্য বিজেপির তরফে অনুরোধ করা হয় রবিবারের ডুমুরজলায় বিজেপির যোগদান পর্বে উপস্থিত থাকার জন্য। বিজেপি সূত্রের খবর, শনিবার বিকেলে কলকাতায় আসবেন প্রতিরক্ষামন্ত্রী। শনিবার রাতে থাকার পর রবিবার বিজেপির যোগদান কর্মসুচীতে অংশগ্রহণ করবেন তিনি।
উল্লেখ্য, এই মুহুর্তে রাজ্য রাজনীতিতে দলবদলের জল্পনা নিয়ে ব্যাপকভাবে শোরগোল শুরু হয়েছে। তৃণমূল থেকে আসা বেশ কয়েকজন হেভিওয়েট মন্ত্রী, বিধায়ক এবং নেতারা রবিবার বিজেপিতে যোগদানের কথা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল করার পরেই সেই অনুষ্ঠানে কোনও প্রথম সারীর কেন্দ্রীয় নেতৃত্বকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করে রাজ্য বিজেপি।
আরও পড়ুনঃ রাজীবের হাতে মমতার ছবি, ‘ড্রামাবাজি ছাড়ুন’- কটাক্ষ সৌগত রায়ের
শনিবার সকালে জানা গিয়েছে রবিবারের হাওড়ার যোগদান পর্বে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। থাকতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী।
গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে দলবদলের জল্পনায় যাদের নাম উঠে আসছে তাঁরা হলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীপদ থেকে ইস্তফা দেওয়ার পর শুক্রবার বিধায়ক এবং তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যেবেলা সদ্য বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীর সঙ্গে এক ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা তৃণমূলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা।
উপস্থিত থাকার কথা বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। কিছুদিন আগে দলবিরোধী মন্তব্যের কারণে বহিষ্কার করে তৃণমূল। তিনি যে বিজেপিতে যাচ্ছেন তা আগেই দ্য কোয়ারিকে জানিয়েছেন তিনি।
তবে দলবদলের জল্পনায় রয়েছে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের নাম। থাকতে পারেন রথীন চক্রবর্তী। জল্পনায় উঠে আসছে হাওড়া উত্তরের বিধায়ক এবং মন্ত্রীপদ থেকে ইস্তফা দেওয়া লক্ষ্মীরতন শুক্লার নাম। থাকতে পারেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
শনিবার চা চক্রে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, এখনও অবধি কারা যোগদান করবেন তা স্থির হয়নি। তবে সভার আগে দলের তরফে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।