পাঞ্জাবের পর রাজস্থান, পাইলটের সঙ্গে বৈঠকে প্রিয়াঙ্কা- রাহুল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাঞ্জাবের পর এবার রজস্থান সরকারে বড়সড় বদল আনতে চলেছে কংগ্রেস। কংগ্রেস নেতা শচিন পাইলটের সঙ্গে বৈঠকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

সূত্রের খবর, রাহুল গান্ধীর দিল্লির বাসভবনে চলছে বৈঠক। সম্ভবত মন্ত্রীসভায় বড়সড় বদল আসতে চলেছে শীঘ্রই।

সদ্য পাঞ্জাবের রাজনীতিতে বিরাট বদল এসেছে। মুখ্যমন্ত্রী পদে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ইস্তফার পর নতুন মুখ্যমন্ত্রী পদে এসেছেন চরণজিৎ সিং চান্নি।

তখন থেকেই রাজস্থানের সরকারে বদল নিয়ে ব্যাপক আলোচনা চলছিলই। সেই জল্পনায় উত্তাপ বেড়েছে শুক্রবার বিকেলে বৈঠকে।

সূত্রের খবর, এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন শচিন পাইলট। অশোক গেহলোটের অসুস্থতার খবর আসার পরেই কংগ্রেস হাইকম্যান্ডের তরফে এই বদলের প্রক্রিয়া জারি ছিল। শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রীসভাতেও বিরাট বদল আসতে পারে।

প্রায় ৪৫ মিনিট ধরে চলে বৈঠক। আসন্ন গুজরাতের নির্বাচনে প্রচারের দায়িত্ব শচিনের ওপর বর্তেছে। কিন্তু রাজস্থান নিয়েও প্রত্যাশা রয়েছে শচিনের। তাই এদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন রাহুল এবং প্রিয়াঙ্কা।

তবে রাজস্থানের রাজনীতিতে বিরাট বদলের ইঙ্গিত শনিবার মিলেছে এবিষয়ে কোনও সন্দেহ নেই।
একইসঙ্গে এদিন বিজেপির বৈঠকে গরহাজির ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে।

শুরু থেকেই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দুরত্ব বজায় রেখছিলেন তিনি। তাই তাঁকে নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট