মরুপ্রদেশে রাজনৈতিক ডামাডোল, অন্য ছক কষছেন গেহলট
দ্য কোয়ারি ডেস্ক: মরুপ্রদেশে রাজনৈতিক ডামাডোল, অন্য ছক কষছেন গেহলোট।
বেশ কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে রাজস্থান রাজনীতির খবরাখবর।
শুরু থেকেই একটা প্রশ্ন উঠেছিল যদি আস্থা ভোট করাতে হয় তবে বেনিফিট কার হবে?
সেই প্রশ্নের উত্তরে প্ল্যান বি ছক কষেছেন মুখ্যমন্ত্রী গেহলোট।
যদি আদালতে শচীন পাইলট এবং তার অনুগামী ১৮ জন বিধায়ক ছাড় পান সেক্ষেত্রে মামলা সোমবারই স্থগিত হয়ে যাওয়ার কথা।
কংগ্রেস সূত্রের খবর, যদি আদালতের রায় শচীনের ফেবারে যায় তবে বিধানসভায় উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী অশোক গেহলোট।
যেখানে নিজের শক্তি প্রদর্শন করবেন তিনি। এমনকি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার সমর্থনের জন্য কংগ্রেস নেতা মহেশ যোশী হুইপ জারি করবেন বলে জানা যাচ্ছে।
সেক্ষেত্রে যদি কোনও বিধায়ক ওই দিন অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে সংবিধানের দশম শিডিউলের দুই (১) (বি) ধারায় পদক্ষেপ নেওয়া হবে। পরিবর্তে বিধায়কদের আইনি পদক্ষেপ নিতে হতে পারে।
প্রসঙ্গত, এই ধারা এন্টি ডিফেকশন আইন হিসাবেও পরিচিত। সেক্ষেত্রে অনুপস্থিত বিধায়কদের বেগ পেতে হতে পারে।
ইতিমধ্যেই শচীন পাইলট সহ ১৮ জন বিধায়ককে নোটিশ পাঠিয়েছেন স্পিকার সিপি জোশী।
হরিয়ানায় কোনও অজ্ঞাত জায়গায় তাদের অবস্থিতির কারণে প্রত্যেকের বাড়িতে সেই নোটিশ মারা হয়েছে। যাকে চ্যালেঞ্জ করেই আদালতে উপস্থিত হয়েছেন বিদ্রোহী কংগ্রেস বিধায়করা।
যদি আদালতের রায় অনুযায়ী বিদ্রোহী কংগ্রেস নেতাদের বিধায়ক পদ বাতিল হয়, সেক্ষেত্রে লাভবান হবেন মুখ্যমন্ত্রী অশোক গেহলোট।
কারণ আস্থা ভোটে তিনিই এগিয়ে থাকবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।