দলবদলের জল্পনা উড়িয়ে বিধানসভায় ফুলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির রাজীব

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এক পাশে পার্থ চট্টোপাধ্যায় । অন্য পাশে সুজিত বসু। আর মাঝের আসনে রাজীব বন্দ্যোপাধ্যায় । বুধবার বিধানসভা ভবন চত্বরে ফুলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমন ছবিই দেখা গেল।

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা আরও জোরাল হয়। কানাঘুঁষো শুরু হয় অমিত শাহের পরবর্তী বঙ্গ সফরেই নাকি ঘাসফুল ছেড়ে পদ্মশিবিরে যোগ দিতে পারেন তিনি।

মঙ্গলবার রাজীববাবুর মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিতি সেই জল্পনার আগুনে ঘি ঢালেন। এসবের মাঝেই  তিনি সাফ জানালেন, কোনও জল্পনার মধ্যে তিনি নেই। অন্যদিকে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, এসব নিয়ে অঙ্ক কষা ভুল।

রাজীব-তৃণমূল বর্তমান সম্পর্কের আবহে রাজীবের ‘আগামী বছর কী হবে কেউ জানে না’ মন্তব্য নিয়ে আবার জল্পনা তৈরি হয়েছে। তৃণমূলের একাংশ যখন ওই বক্তব্যকে সরল মনে দেখছেন, তখন অন্য একাংশের মতে, বছরের শেষপ্রান্তে দাঁড়িয়ে রাজীব আগামী বছরে তৃণমূল এবং তাঁর ‘অনিত্যতা’র দিকেই নির্দেশ করেছেন।

রাজীবের সঙ্গে কী কথা হল, অনুষ্ঠানের পর তা জিজ্ঞাসা করা হলে পার্থ জানিয়েছেন, শুধু রাজীব নন, তাঁর সঙ্গে সব সহকর্মীরই কথা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের আরও দাবি, মন্ত্রিসভার বৈঠকে রাজীব ‘ব্যক্তিগত কারণে’ ছিলেন না। তাঁর বক্তব্য, ”রাজীব মন্ত্রিসভার বৈঠকে ছিল না। তাতে কী হয়েছে! এটা নিয়ে অঙ্ক কষা ভুল।”

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-chief-minister-mamata-banerjee-also-gave-a-message-against-the-division-from-the-stage-of-sangeet-mela/

শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা শুরু হওয়ার পরপরই চর্চা শুরু হয় মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়েও। বিভিন্ন জায়গায় দেখা যায় তাঁর অনুগামীদের পোস্টার। এক পর্যায়ে প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন তিনি।

যার ফলে স্বাভাবিকভাবেই সকলের ধারণা তৈরি হয়েছিল, তৃণমূলের প্রতি রুষ্ট হয়ে দলবদলের সিদ্ধান্তও নিতে পারেন তিনি। অনেকেই ১৯ ডিসেম্বরের অমিত শাহের সভায় তাঁকেও দেখা যেতে পারে বলে মনে করেছিলেন। যদিও তেমনটা হয়নি।

কিন্তু একাধিকবার ‘মানভঞ্জনে’ রাজীবের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে তৃণমূল নেতাদের। এই পরিস্থিতিতে মঙ্গলবারের ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত ছিলেন রাজীব। হাজির ছিলেন না মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রবীন্দ্রনাথ ঘোষ এবং গৌতম দেবও।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/without-shishir-adhikari-there-is-no-place-for-suvendu-in-politics/

রাজ্যজুড়ে দলবদলের আবহে মন্ত্রিসভার বৈঠকে একঝাঁক মন্ত্রীর অনুপস্থিতি ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে। রাজীবও জানিয়েছেন তিনি পারিবারিক সমস্যার কারণে মঙ্গলবারের বৈঠকে হাজির থাকতে পারেননি। ‘যেখানে জানানোর’ তিনি সেখানে জানিয়েওছেন বলে তাঁর দাবি।

যদিও জল্পনার অবসান ঘটিয়ে বুধবার বিধানসভার ফুলমেলায় হাজির হন রাজীব। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দলের সঙ্গে আমার কোনওদিন কোনও বিরোধ ছিল না। কোনও জল্পনায় কান দিই না। ওসব জল্পনা-কল্পনার মাঝে আমি নেই। আমি বাস্তবে রয়েছি।’

সম্পর্কিত পোস্ট