বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ রাজীব বন্দ্যোপাধ্যায়ের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবার সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতাকে সরাসরি আক্রমণ করলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।
রাজীব বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্ট সামনে আসতেই তুমুল জল্পনা শুরু হয়েছে তাঁর দলবদলকে কেন্দ্র করে। উল্লেখ্য আজ সকালেই তিনি মুকুল রায়ের বাড়িতে গিয়েছিলেন তাঁর স্ত্রী কৃষ্ণা রায়কে শেষ শ্রদ্ধা জানাতে।
কেন্দ্রীয় মন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বঙ্গ বিজেপি শিবিরে অসন্তোষ তৈরি হয়েছে যুব মোর্চার সভাপতি পদ থেকে অব্যাহতি চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সৌমিত্র খাঁ ফেসবুক লাইভ করে সরাসরি নিশানা করেছেন শুভেন্দু অধিকারী কে। সৌমিত্রর কোথায় বারবার দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝানো হচ্ছে এর থেকেই স্পষ্ট নিশানায় রয়েছেন বিরোধী দলনেতা।
সেই একই সুরে সুর মিলিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় সরাসরি বিরোধীদলীয় নেতার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার সরব হয়েছেন। প্রসঙ্গত শুভেন্দু অধিকারী কে নিয়ে বঙ্গ বিজেপিতে ক্ষোভ তৈরি হয়েছে সে কথা নিঃসন্দেহে স্পষ্ট। পাশাপাশি নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফিরে আসা নিয়ে।
উল্লেখ্য বিধানসভার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার দিন রাজীব বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বেরিয়ে ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, আজীবন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে শ্রদ্ধা এবং সম্মানের আসনে থাকবেন।
বিধানসভা নির্বাচনের আগে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেও রাজনৈতিক সমাবেশে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা তিনি করেননি। বারবার ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতি।
প্রসঙ্গত রাজীব বন্দ্যোপাধ্যায় দলে ফেরার জল্পনা জোরালো হতেই ডোমজুড় সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। এই পরিস্থিতিতে থিতিয়ে পড়ে রাজীবের দলবদলের জল্পনা। নিঃসন্দেহে আজ বিরোধী দলনেতাকে আক্রমণ করে এই পোস্ট রাজীবের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে দিল।