Rajib Banerjee : মাটি কামড়ে পড়ে থাকার দাম পেলেন, রাজীব এখন ত্রিপুরার অভিভাবক!
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পরীক্ষিত ও বিশ্বস্ত সৈনিকের উপরেই ভরসা রাখলেন মমতা-অভিষেক। কঠিন পরিশ্রমের দাম পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ( Rajib Banerjee )। রাজ্যের এই প্রাক্তন মন্ত্রীকে ত্রিপুরায় তৃণমূলের ইনচার্জ নিযুক্ত করলেন তৃণমূল নেত্রী। সোমবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়। এ যেন বৃত্ত সম্পূর্ণ হওয়ার ঘটনা।
আগেই রাজীবকে ( Rajib Banerjee ) ত্রিপুরায় তৃণমূলের সংগঠন গড়ে তোলার দায়িত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পরই উত্তর-পূর্বের এই ছোট রাজ্যটিতে পড়ে থেকে দিনরাত এক করে কাজ করতে থাকেন তিনি।
তাঁর মাটি কামড়ে পড়ে থাকার নীতি ও দলীয় কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল স্তরে তাঁদেরকে উজ্জীবিত করার ফল পায় তৃণমূল। পুরভোটে ত্রিপুরায় বামফ্রন্টকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে তারা।
তবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এতদিন সে রাজ্যের ইনচার্জ ছিলেন। যদিও সুস্মিতার বদলে রাজীব বন্দ্যোপাধ্যায় ক্রমশ ত্রিপুরা তৃণমূলের মুখ হয়ে উঠতে শুরু করেন। সম্ভবত সেই বিষয়টির দিকে লক্ষ্য রেখেই তিনি যাতে আরও ক্ষমতা নিয়ে কাজ করতে পারেন তাই রাজীবকে ত্রিপুরা তৃণমূলের স্টেট ইনচার্জ করা হল।
রাজীবের নেতৃত্বে ত্রিপুরায় বিজেপির উদ্দেশ্যে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তৃণমূল
Rajib Banerjee
এই পদটি ত্রিপুরা তৃণমূল রাজ্য সভাপতি পদের উপরে। এবার থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সে রাজ্যে পথ চলবে। আগামী বছর ত্রিপুরা বিধানসভা নির্বাচন। তার আগে সে রাজ্যে তৃণমূলকে জেতানোর সম্পূর্ণ দায়িত্ব রাজীবের কাঁধেই দিয়ে দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহল। এক্ষেত্রে ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় কে প্রার্থী হবে, কে কোন দায়িত্ব পাবে সবটাই রাজীব ( Rajib Banerjee ) ঠিক করবেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের।
ম্যানেজমেন্ট পাস রাজীব অবশ্য বরাবরই দক্ষ সংগঠক বলে পরিচিত। চিরাচরিত রাজনীতির সঙ্গে আধুনিক ম্যানেজমেন্ট শিক্ষার মিশেলে তিনি সংগঠন পরিচালনা করে থাকেন। অতীতে বাংলায় রাজীবের এই দক্ষতা প্রমাণিত হয়েছে। এবার ত্রিপুরা রাজীব বন্দ্যোপাধ্যায়ের কেরামতি দেখার অপেক্ষায়।
অর্থাৎ সুবল ভৌমিক, আশিস লাল সিংরা এবার রাজীব বন্দ্যোপাধ্যায় নেতৃত্বেই আগরতলার মসনদ দখলের লড়াই লড়বেন। তাঁকে এই রাজ্যটির অভিভাবক নিযুক্ত করে সেই বার্তাই দিয়ে দিল তৃণমূল। রাজীবের সামনে এখন টার্গেট ২০২৩।