দলবদলের জল্পনার মাঝেই বিজেপিতে গুরুত্ব বাড়ল রাজীবের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২১-র ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ব্রিগেডের জনসভায় নরেন্দ্র মোদির উপস্থিতিতে সেই যোগদান হয়েছিল। ঠিক একইভাবে নির্বাচনের আগে মন্ত্রিত্ব ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
নিজের পুরনো কেন্দ্র ডোমজুড় থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়ে কল্যান ঘোষের কাছে পরাজিত হন রাজীব। তারপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা, তৃণমূলে ফিরে আসছেন রাজীব। কিন্তু এখনও ফেরা হল না রাজীবের। ইতিমধ্যেই সকলকে অবাক করে তৃণমূলে ফিরেছেন বাবুল-সব্যসাচী।
এই পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে নাম দেখা গেল রাজীবের।
দিলীপ সরতেই পর্যবেক্ষকের দায়িত্বে কৈলাস বিজয়বর্গী, থাকছেন মালব্য-মেনন
এদিন দুপুরেই প্রকাশিত হয়েছে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির (national executive committee) তালিকা। ১২ পাতার ৮০ জন জাতীয় কর্মসমিতির সদস্যের তালিকায় বাংলা থেকে ৬ জন আছেন। ৭৫ নম্বরে রাজ্যের প্রথম নাম মিঠুন চক্রবর্তী। আছেন দীনেশ ত্রিবেদী, স্বপন দাশগুপ্ত, ভারতী ঘোষ, অনির্বাণ গাঙ্গুলি ও মুকুটমণি অধিকারী।
৫০ জনের বিশেষ আমন্ত্রিত সদস্যের তালিকায় ৬ জন এই রাজ্য থেকে আছেন। সেখানেই ৪৬ নম্বরে নাম রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আছেন অশোক লাহিড়ী, জয়ন্ত রায়, দেবশ্রী চৌধুরী, রূপা গাঙ্গুলি ও মেহফুজা খাতুনের নাম।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলের ভাঙন রুখতেই তৎপর বিজেপি। নাম না করে শুভেন্দু ও দিলীপ ঘোষকে নিশানা করে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী না দিলে বিজেপির গুড জেশ্চার হত বলে দাবি করেছিলেন তিনি।