বিধায়ক পদ থেকে ইস্তফা রাজীব বন্দ্যোপাধ্যায়ের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিধায়ক পদ থেকে ইস্তফা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, আজকেই ছাড়বেন তৃণমূল কংগ্রেসের সদস্যপদ।

সূত্রের খবর রবিবার ডুমুরজলা স্টেডিয়ামে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের হেভিওয়েট নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।

আজ ১২.৫৪ মিনিটে বিধানসভা পৌঁছন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।  সেখানেই অধ্যক্ষের ঘরে পদত্যাগ পত্র লেখেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পদত্যাগ পত্র গ্রহন করার আগে বেশ কিছু প্রশ্ন করেন অধ্যক্ষ। রাজীবের ক্ষেত্রেও মানা হয় একই নিয়ম।

রাজনৈতিক মহলের একাংশের মতে, শুভেন্দু অধিকারীর মতোই একের পর এক পদ ছাড়তে চলেছেন রাজীব। মনে করা হচ্ছে রবিবার বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি।

শুরু সংসদের বাজেট অধিবেশন, গণতন্ত্র দিবসের দিন লালকেল্লার ঘটনা দুর্ভাগ্যজনক- মন্তব্য রাষ্ট্রপতির

 

অন্যদিকে আজকেই কিছুক্ষণ আগেই বিজেপিতে যোগদানের কথা পরক্ষে স্বীকার করে নিয়েছেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। একইসঙ্গে বিজেপি যোগের কথা স্বীকার করেছেন উত্তর পাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় বিজেপি জল্পনায় শীলমোহর দিয়েছেন বালির বহিস্কৃত বিধায়ক বৈশালী ডালমিয়া।

প্রসঙ্গত, আজই কালীঘাটে তৃণমূলের সমস্ত বিধায়ক ও সাংসদদের নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, প্রতিটি কেন্দ্র ধরে ধরে ভোটের আগে পর্যালোচনা করা হবে। পাশাপাশি বৈঠক থেকে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন তৃণমূল সুপ্রিমো।

প্রসঙ্গত, নতুন বছরের শুরুতেই তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রতিমা মণ্ডল, প্রবীর ঘোষালরা।

সম্প্রতি বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ডোমজুড়ের বিধায়ক রাজীব। তিনি এও বলেছেন, ‘যেখানেই যাই না কেন, ডোমজুড় থেকেই দাঁড়াব’। এই প্রেক্ষিতে রাজীবের বিজেপি-তে যোগদানের সম্ভাবনা জোরালো হয়েছে।

সম্পর্কিত পোস্ট