মস্কোতে চিনের সঙ্গে ঘন্টা দুয়েকের বৈঠকে রাজনাথ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছে গিয়েছে৷ চিনা ফৌজের বারবার আক্রমণাত্মক মনোভাব ভারতের কড়া হুশিয়ারি দিয়েছে। পাল্টা অতিরিক্ত সেনা মোতায়েন করে চিনকে সঠিক জবাব দিতে চাইছে ভারত। এরই মাঝে মস্কোতে বৈঠকে বসলেন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী।

সূত্রের খবর, মস্কোর মেট্রোপল হোটেলে চিনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েং ফংহর সঙ্গে ২ ঘন্টা ২০ মিনিট বৈঠক করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গত কয়েক মাস ধরে চলা সীমান্তে উত্তেজনা কমানো নিয়ে বৈঠকে মধ্যস্থতা করে রাশিয়া।

গত মে মাসের শুরুতে পুর্ব লাদাখে যে উত্তেজনাপুর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল, তা ১৫ জুন চরমে পৌছায়। দু’পক্ষের সংঘর্ষে ২১ জন ভারতীয় সেনা শহীদ হন। তারপর থেকে এই প্রথমবার দুই দেশের মন্ত্রী মুখোমুখি বৈঠকে বসতে রাজি হলেন।

এর আগে অবশ্য সীমান্তে উত্তেজনা কমাতে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

তিন দিনের মস্কো সফরে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ সেখানে সাংহাই কর্পোরেশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েং ফংহ৷ সেখানে বৈঠকের জন্য আগ্রহ দেখায় চিন।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/west-bengal-bjp-position-before-2021-assembly-election/

এশিয়ার দুই শক্তিধর দেশের মধ্যে কোনওভাবেই অশান্তি যাতে না ছড়িয়ে পড়ে সেই জন্য দুই দেশের মধ্যস্থতা করে রাশিয়া।
শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে নটা থেকে শুরু হয় বৈঠক। উপস্থিত ছিলেন প্রতিরক্ষাসচিব অজয় কুমার এবং রাশিয়ার রাষ্ট্রদূত ডিবি ভেঙ্কটেশ।

অন্যদিকে শুক্রবার দু’দিনের লাদাখ সফরে উপস্থিত হয়েছেন সেনাপ্রধান মুকুন্দ নারাভানে। সমঝোতার মাধ্যমে লাদাখ সমস্যা মেটানো সম্ভব বলে জানিয়েছেন তিনি।

এই মুহুর্তে লাদাখের চুসুল সেক্টরে সেনা বাড়াতে শুরু করেছে চিন। পাশাপাশি অতিরিক্ত ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে শক্তিশালী যুদ্ধবিমানও।

পাল্টা সেনা বাড়িয়ে শক্তি প্রদর্শন করতে শুরু করেছে ভারত। মিসাইল যুক্ত টি-৯০ ট্যাঙ্কারের পাশাপাশি আনা হয়েছে টি-৭২এম১ ট্যাঙ্ক।

এই মুহুর্তে সেনার মনোবল তুঙ্গে। যে কোনও রকম পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি সেনা। জানিয়েছেন সেনাপ্রধান নারভানে।

সম্পর্কিত পোস্ট