ফলাফল সকলের জানা, রাজ্যসভার নির্বাচনে প্রার্থী দেবে না বিজেপি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে জানিয়ে দিলেন দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে প্রার্থী দেবে না গেরুয়া শিবির।  এর থেকেই স্পষ্ট, নির্বাচনের ফলাফল কি হতে চলেছে।

টুইট করে শুভেন্দু অধিকারী লেখেন,  রাজ্যসভার উপ-নির্বাচনে আজ মনোনয়ন জমার শেষ দিন। ওই আসনে কোন প্রার্থী দিচ্ছে না  বিজেপি। নির্বাচন ফলাফল কি হতে চলেছে তা সবাই জানেন। এই যুক্তিহীন সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।

ইতিমধ্যেই জহর সরকারকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন বৃহস্পতিবার। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ । জহর সরকারের বিরুদ্ধে বিজেপি প্রার্থী দেবে কিনা তা নিয়ে দিন কয়েক ধরেই জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। অবশেষে বৃহস্পতিবার সকালেই তা পরিষ্কার হয়ে গিয়েছে।

প্রদেশ কংগ্রেস সভাপতির TMC যোগদানের সম্ভাবনা

উল্লেখ্য বুধবার দুপুরে বিধানসভায় গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জহর সরকার। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে রাজ্যসভায় প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। দিন কয়েক আগে দিলীপ ঘোষ বলেছিলেন ওই আসনে বিজেপি প্রার্থী দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে তার বিপরীতে গিয়ে এবার শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী দেবে না ভারতীয় জনতা পার্টি।

সম্পর্কিত পোস্ট