বিরোধীদের তুমুল হট্টোগোলে মুলতুবি লোকসভা ও রাজ্যসভা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ   কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব তৃণমূল (Trinomul)। এবার হাতে নতুন অস্ত্র পেগাসাস। সংসদে বাদল অধিবেশনের শুরুতেই আক্রমনাত্মক হয়ে ওঠে বিরোধীরা। প্রধানমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আবেদন জানিয়েছিলেন।

সোমবার বাদল অধিবেশনের শুরুতেই পেগাসাস (Pegasus) বিতর্কে উত্তাল হয়ে ওঠে লোকসভা (Loksabha)। ফোনে আড়িপাতার অভিযোগ ওঠে কেন্দ্রের বিরুদ্ধে।  মঙ্গলবার সকাল ১০ টা থেকে তৃণমূল সাংসদরা গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন। এছাড়া সংসদের উভয় কক্ষে বিজেপির বিরুদ্ধে আক্রমনে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল।

এদিন দুপুর ২ টো পর্যন্ত বিরোধীদের হট্টগোলে মুলতুবি হয়ে যায় লোকসভা। বেলা ১২ পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভাও।

২৬৭ নম্বর বিধি অনুযায়ী পেগাসাস ইস্যুতে আলোচনা চেয়ে নোটিশ দিয়েছে রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক শুখেন্দু শেখর রায়। আলোচনা হতে পারে এই ইস্যুতে উভয়কক্ষেই বলে জানা গিয়েছে।

সোমবার সন্ধ্যেবেলা পেগাসাস ইস্যুতে কড়া প্রতিক্রিয়া জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি একটি বিবৃতিতে জানান, বিক্ষোভ প্রদর্শন করে কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে ভারতের অগ্রগতিকে রুখে দেওয়া যাবে না। বাদল অধিবেশন দেশকে নতুন দিশা দেখাবে।

করোনার প্রভাবে এবার মাধ্যমিকে পাশের হারে রেকর্ড

দ্য ওয়্যার রবিবার ৪০ জন সাংবাদিক, ২ মন্ত্রী, ৩ বিরোধী দল নেতা, শিল্পপতি, সুপ্রিম কোর্টের বিচারপতির ফোনে আড়ি পাতার তথ্য সামনে এনে ছিল৷ এই খবর প্রকাশ্যে আসতেই বিরোধীরা সরকারপক্ষকে তীব্র আক্রমণ শুরু করেন। কেন্দ্রের কড়া সমালোচনা করেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা।

তিনি বলেন, দেশের নিরাপত্তা নিয়ে খেলা করা হয়েছে। মোদীর বিরুদ্ধে কথা বললেই তাঁর ফোনে আড়ি পাতা হতো। এমনকী মানুষের ফোনে আড়ি পেতে বেড রুমের কথা শুনতো মোদী সরকার । অভিযোগ কংগ্রেসের।

সম্পর্কিত পোস্ট