রাষ্ট্রপতি পদপ্রার্থী শরদ পাওয়ার? প্রধানমন্ত্রীর বাসভবনে দীর্ঘ বৈঠকে তুমুল জল্পনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে প্রায় ১ ঘন্টা বৈঠক করলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান তথা রাজ্যসভার সাংসদ শরদ পাওয়ার। এই বৈঠক ঘিরে এবার দিল্লির রাজনৈতিক মহলে চরম জল্পনা শুরু হয়েছে।

শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি করা হতে পারে। এমন জল্পনা তৈরি হয়েছে রাহুল গান্ধীর বাসভবনে প্রশান্ত কিশোরের বৈঠকের পর থেকে। যদিও পরে জানা যায় প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী।

এই বিষয়ে অবশ্য শরদ পাওয়ার বলেন, ‘এখনও কোনও কিছুই সিদ্ধান্তে হয়নি। তা সে ২০২৪ সালের লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন। নির্বাচন এখনও বহু দূরে। রাজনৈতিক পরিস্থিতি সব সময় বদলাতে থাকে। আমি এখনই ২০২৪ সালের নির্বাচনে কোনও নেতৃত্ব দেওয়ার কথা ভাবছি না।’

১ অক্টোবর থেকে স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম বর্ষের ক্লাস শুরুর নির্দেশিকা UGC-র

প্রসঙ্গত, কয়েকদিন আগেই প্রশান্ত কিশোরের সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠকের পর জল্পনা শুরু হয় ভারতীয় রাজনীতিতে শরদ পাওয়ারের ভবিষ্যত ভূমিকা নিয়ে। প্রশ্ন ওঠে, তবে কি শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হতে পারে বিরোধীদের তরফে?

আবার অনেকেই শরদ পাওয়ারকে মোদী বিরোধী জোটের সভাপতি হিসেবে দেখছিলেন। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর সঙ্গে শরদ পাওয়ারের দীর্ঘ বৈঠক বেশ তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট