প্রয়াত কংগ্রেসের রাজ্যসভা সাংসদ আহমেদ প্যাটেল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। ভোর রাত সাড়ে তিনটে নাগাদ নাগাদ গুরগাঁওয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কিছুদিন আগেই কোভিড আক্রান্ত হয়ে মেদান্তা হাসপাতালে ভর্তি হন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। কয়েক দিন ধরেই তার শারিরীক অবস্থার অবনতি হতে শুরু করে৷ কিন্তু লড়াই করেও জীবনের কাছে হেরে গেলেন তিনি। বুধবার বাবার মৃত্যুর খবর টুইট করে জানান ফায়জাল প্যাটেল৷

 

রাজনৈতিক জীবনে সর্বদা দলীয় হাইকম্যান্ডের ঘনিষ্ঠ ছিলেন তিনি। সোনিয়া গান্ধীর প্রথম সেনা বলা হত তাঁকে। আহমেদ প্যাটেলের প্রয়ানে শোক প্রকাশ করেছেন সোনিয়া গান্ধী নিজেও।

 

শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে তিনি লেখেন, কংগ্রেস দলকে একজোট করার ক্ষেত্রে বর্ষীয়ান রাজনৈতিক নেতার অবদান ভোলার নয়।

 

বর্শিয়ান নেতার প্রতি শোক জ্ঞাপন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, দলের একজন স্তম্ভ ছিলেন আহমেদ প্যাটেল। দলের সমস্ত খারাপ সময়ে পাশে থেকেছেন। তার চলে যাওয়া দলের জন্য অপূরণীয় ক্ষতি।

 

বর্ষীয়ান নেতার প্রতি টুইটারে শোক জ্ঞাপন করেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর অরঞ্জন চৌধুরী।

সম্পর্কিত পোস্ট