বিষ্ণুপুর পুরসভার টেন্ডার দুর্নীতিকাণ্ডে গ্রেফতার শ্যামাপ্রসাদ ঘনিষ্ঠ ১, হদিশ ৮ টি অ্যাকাউন্টের

বিষ্ণুপুর টেন্ডার দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ রামশঙ্কর মহান্তি ওরফে খোকনকে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিষ্ণুপুর পুরসভার টেন্ডার দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। পুলিশের দাবি, প্রাক্তন মন্ত্রী ও পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পোস্ট অফিসে ৮টি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। তদন্তকারীদের হাতে এসেছে চারটি জমির দলিল। জমিগুলো মোটা টাকায় কেনা হয়েছিল বলে পুলিশের দাবি।

বিষ্ণুপুর টেন্ডার দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ রামশঙ্কর মহান্তি ওরফে খোকনকে। পুলিশ জানিয়েছে ধৃতের কাছ থেকে প্রায় কুড়ি লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। পাওয়া গিয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একাধিক নথিপত্র।

ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার যাবতীয় নথিপত্র রাখতেন রামশঙ্করের কাছে  প্রাক্তন মন্ত্রীর আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত বিষয়টি দেখতেন রামশঙ্কর।

পুরুলিয়ার রুক্ষ মাটিতে পালাবদলের ইঙ্গিত, অভিষেকের ভরসা নবেন্দুতে

পোস্ট অফিসের আটটি অ্যাকাউন্ট, জমির দলিল ছাড়াও বিষ্ণুপুর পৌরসভা থেকে শুক্রবার একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেগুলি খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। এই নিয়ে দুর্নীতিতে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৩ ।

আর্থিক তছরুপের অভিযোগে ২২ আগস্ট গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন বস্ত্র ও আবাসনমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। দীর্ঘদিন বিষ্ণুপুর পৌরসভার পৌরপ্রধান ও প্রশাসক হিসেবে ছিলেন তিনি।

সেসময় পৌরসভার মোট ৫৫ টি সরকারি প্রকল্পে আর্থিক কেলেঙ্কারির হদিশ পাওয়া গিয়েছে। তছরুপের পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন মহকুমার শাসক অনুপ কুমার দত্ত। তার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রীকে।

ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারার প্রতারনা, ৪০৬ ধারায় বিশ্বাসভঙ্গ এবং ৪০৯ ধারায় পদে থেকে সরকারি অর্থ তছরুপের মামলা সহ একাধিক মামলা রুজু করেছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট