Ramadan 2022 : স্বজন হারানোর ব্যথা নিয়েই রোজা পালন করবে বগটুই

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার থেকে শুরু হচ্ছে রমজান মাস ( Ramadan 2022 )। দীর্ঘ এক মাসের কঠোর রোজা রাখার পর আসে খুশির ঈদ। উৎসবের আনন্দে মেতে ওঠেন আবাল-বৃদ্ধ-বনিতা। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে রমজান মাস ( Ramadan 2022 ) অত্যন্ত পবিত্র।

এবারেও সারা বিশ্বজুড়ে পালন করা হবে রমজান মাস ( Ramadan 2022 )। তারপর রঙিন পোশাক আলো এবং রকমারি ভোজনে ঈদ পালন করবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। কিন্তু এবার যেন সেই খুশির হাওয়া পৌছাবেনা রামপুরহাটের বগটুইতে ( bagtui massacre )। স্বজন হারানোর কান্না, নরকীয় হত্যাকাণ্ডের ঘটনার প্রতিচ্ছবি সেখানকার মানুষদের চোখে মুখে স্পষ্ট।

Ramadan 2022

প্রতিবার গ্রামের মানুষজন একসঙ্গে যেতেন পাথরচাপরির মসজিদে চাদর চরাতে। প্রার্থনা করতেন প্রিয়জনদের জন্য। এবারে হয়তো তারা রমজান মাস পালন করবেন, কঠোর রোজা রাখবেন কিন্তু ভাগ্যের পরিহাসে সবকিছুই যেন গোলমেলে হয়ে গিয়েছে।

Ramadan 2022

কেউ হারিয়েছেন তার মা, কেউ বা হারিয়েছেন গোটা পরিবারকে। কেউবা এখনো পর্যন্ত হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ইতিমধ্যে সিবিআই তদন্ত (CBI Investigation) শুরু হয়েছে বগটুই কাণ্ডে। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে আসার আশঙ্কায় প্রমাদ গুনছেন অনেকেই।

Minakshi Mukherjee : দেখা নেই রাজপথের আন্দোলনে, অসুস্থ বামনেত্রী মীনাক্ষী

গ্রামবাসীদের রাজ্য সরকার আশ্বস্ত করেছে আর কোন ভয়ের আশঙ্কা নেই। কিন্তু তাদের মন মানতে নারাজ। প্রিয়জনদের হারিয়ে শোকে বিহ্বল বগটুইয়ের গ্রামবাসীরা। সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ হয়ে বরাবর থেকে গিয়েছেন তারা। তবে সেইসব হিসেব-নিকেশ যেন ওলটপালট হয়ে গেছে এবার।

গতবার যখন কঠোর রোজা পালন করার পর প্রার্থনা করেছিলেন প্রিয়জনদের ভালো থাকার, তখন ঘুনাক্ষরেও তারা ভাবতে পারেননি এবছর পাশে পাবেন না তাদের। কান পাতলেই চাপা কান্নার আওয়াজ বগটুইয়ের আনাচে-কানাচে।

কে মারলো তাদের প্রিয়জনদের? কেন ঘটলো এই নারকীয় ঘটনা? কী অপরাধটাই বা করেছিলেন সেই মানুষগুলো? সিবিআই এর কাছে এসব প্রশ্নের উত্তর চাইছেন তারা। সেইসঙ্গে স্বজন হারানোর ব্যথা বুকে নিয়ে চাইছেন দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক।

সম্পর্কিত পোস্ট