Ramadan 2022 : ঝর্ণার জলে স্নান, ডিজাইনার লন্ঠনে রমজানকে স্বাগত জানায় বিভিন্ন দেশ

|| অঙ্কিতা পোদ্দার ||

ভারতের আকাশে শনিবার বিকেলে চাঁদ দেখা যায়। রবিবার থেকে শুরু হয় ভারতের পবিত্র রমজান মাস ( Ramadan 2022 )। শুধু উপোস রাখার মাস নয়, ইসলামিক সাহিত্য সংস্কৃতিতেও রমজানের তাৎপর্য রয়েছে। বিশ্বব্যাপী মুসলিমরা এই সময় উৎসবে মেতে ওঠেন। বিভিন্ন দেশে রমজান ( Ramadan 2022 ) পালন করার প্রক্রিয়া বিভিন্ন। তবে মূলমন্ত্র থাকে একটি, আনন্দ। আরবি মাসসমূহের নবম মাস পবিত্র রমজানের মাস।

চাঁদ দেখার সময়ের ওপর ভিত্তি করে মাসের ৩০ দিনের জন্য রোজা রাখা হয়। রোজা ( Roza ) একটি ফারসি শব্দ। এর অর্থ পরিত্যাগ করা। আল্লাহর সন্তুষ্টির জন্য এইসময় ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত খাদ্য পরিত্যাগ করে মুসলিমরা। বলা হয়,এই সময় নাকি হজরত মহম্মদ (Hazrat Mahammad) কোরানের সংস্পর্শে আসেন।

Poila Baisakh 2022 : বাংলা নববর্ষ – বিভেদহীন মিলনের একটি দিন

ইসলামের পঞ্চম স্তম্ভ রমজান (Ramzan)। বিভিন্ন দেশে বিভিন্ন প্রক্রিয়ায় রমজান (Ramzan) পালন করা হয়। রইল কিছু দেশের রমজান পালনের প্রক্রিয়া।

রমজানের আগের দিন ঝর্ণার জলে স্নান

Ramadan ইন্দোনেশিয়া (Indonesia):

এই দেশের বাসিন্দা রমজানের আগের দিন ঝর্ণার জলে স্নান করে। এই ঐতিহ্য ‘পদুশন’ (Padusan) নামে প্রচলিত। মধ্য ও পূর্ব জাভার  কিছু অঞ্চলের মুসলিম এই প্রথা এখনও পালন করেন।তবে এখন কাছাকাছি সুইমিং পুল বা নদীতে গিয়েই ইন্দোনেশিয়ার মানুষ স্নান সেরে নেন।

মিদফা-আল-ইফতার

Ramadan লেবানন (Lebanon):

এই দেশ আগে কামানে আগুন দিয়ে গুলিবর্ষণ করার মাধ্যমে রমজান মাস শুরু করত। মিশরে প্রায় ২০০ বছর আগে এই প্রথার প্রচলন হয় যার নাম মিদফা-আল-ইফতার (Midfa Al Iftar)। পরবর্তীকালে কামানের আওয়াজ শুনে লেবাননের বাসিন্দারা রোজা ভাঙত।এই প্রথা যদিও ১৯৮৩ সাল থেকেই লোপ পেতে শুরু করেছিল  তবে  বর্তমানে লেবানন সেনা আবার এই প্রথা প্রবর্তন করেন।

চাঁদ-রাত

 

Ramadan পাকিস্তান (Pakistan):

রোজা শেষ হওয়ার পর ইদ-আল-ফিতর  উৎসবে  পাকিস্তানি মহিলাদের চুড়ি,নতুন জামা কিনতে এবং মেহেন্দি পরতেও দেখা যায়। শেষ ইফতারের পর থেকেই পাকিস্তানের দোকানপাট ভোর পর্যন্ত খোলা থাকে।এই প্রথার নাম চাঁদ-রাত (Chaand Rat festival)

 

মরোক্কোতে সুন্দর গানের মাধ্যমে একত্রিত হয়

মরক্কো (Morocco):

এই দেশের মানুষ রমজানের সময় এলাকার একজন সরকারি  নির্দেশ জারী করা ব্যক্তির সুন্দর গানের মাধ্যমে একত্রিত হয়। এর আগে সপ্তম শতাব্দীতে হজরত মহম্মদের বিশিষ্ট ব্যক্তি গান গেয়ে এলাকাবাসীকে রমজানের শুভ বার্তা দিতেন।তারপর থেকেই এই প্রথা চলে আসছে।

এই দেশের মানুষ বিভিন্ন ডিজাইনের লন্ঠন সাজায়

Ramadan মিশর (Egypt):

এই দেশের মানুষ বিভিন্ন ডিজাইনের লন্ঠন সাজায়। তারপর সেসব লন্ঠন জ্বালিয়ে রমজান মাসকে স্বাগত জানায়। শোনা যায় মিশরের ফাতিমিদ রাজত্বে (Fatimid Dynasty) এই প্রথার প্রচলন হয়েছিল। বর্তমানে মিশরের বিভিন্ন এলাকার রাস্তায় শিশুদের হাতে লন্ঠন নিয়ে গান গাইতে দেখা যায়।

 

ভেড়া বা ছাগলের চামড়া দিয়ে বানানো দু’মুখ খোলা একপ্রকার ড্রাম

Ramadan আলবানিয়া ( Albania) :

এই দেশের রোমা মুসলিম সম্প্রদায়( Roma Muslim Community) যার নাম অটোমান সাম্রাজ্যের( Ottoman Empire)  সময় থেকে শোনা যায় তারা রমজান শুরু এবং শেষ করে তাদের পরম্পরাগত গানের মাধ্যমে। প্রতি বছর তারা রমজান মাসে বাড়িতে ভেড়া বা ছাগলের চামড়া দিয়ে বানানো দু’মুখ খোলা একপ্রকার ড্রাম (Lodra) রাস্তায় বাজিয়ে আনন্দে মেতে ওঠে। ইফতারের শুরু থেকেই মুসলিম পরিবাররা নিজেদের বাড়িতে একে অপরকে আমন্ত্রণ জানায়। ভুরিভোজের সঙ্গে চলে গীতিনাট্য ( Ballad) প্রদর্শন।

সম্পর্কিত পোস্ট