Ramlala’s Coronation : রামলালার রাজ্যাভিষেক – প্রস্তুত অযোধ্যা বিমানবন্দর , দেখুন রানওয়ের ছবি

রামলালার রাজ্যাভিষেক

The Quiry : Ramlala’s Coronation রামলালার রাজ্যাভিষেক , আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে ৩০ ডিসেম্বর অযোধ্যা বিমানবন্দরও উদ্বোধন করবেন তিনি। এখন থেকেই প্রস্তুত অযোধ্যা বিমানবন্দর। সূত্রের খবর, মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক অযোধ্যা ধাম বিমানবন্দরে বোয়িং ৭৩৭, এয়ারবাস ৩১৯ এবং এয়ারবাস ৩২০ ওঠানামার মতো রানওয়ে এবং অন্যান্য পরিকাঠামো তৈরি করা হয়েছে।

সূত্রের খবর , প্রাথমিকভাবে গড়ে উঠছে প্রায় ৬৫ হাজার স্কোয়ার ফুটের টার্মিনাল। ২ হাজার ২০০ মিটার দীর্ঘ রানওয়ে নির্মাণ চলছে। পরে তা সম্প্রসারণ হবে ৩ হাজার ৭০০ মিটার পর্যন্ত। মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক অযোধ্যা ধাম বিমানবন্দরে ঘণ্টায় ২-৩টি উড়ান ওঠানামা করবে ৷ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে ৮২১ একর জমিতে নির্মিত হচ্ছে এই বিমানবন্দর।

Ramlala’s Coronation : রামলালার রাজ্যাভিষেক – প্রস্তুত অযোধ্যা বিমানবন্দর , দেখুন রানওয়ের ছবি

আরও খবর- Recruitment for police : পুলিশের কনস্টেবল পোস্টে বিপুল নিয়োগ এই রাজ্যে , এখনই করুন আবেদন

নতুন বছরের জানুয়ারী দ্বিতীয় সপ্তাহ থেকে ভিড় আছড়ে পড়বে বলে মনে করছে প্রশাসন। তীর্থযাত্রীদের স্বার্থে বিমানবন্দরের বাইরে থাকছে পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থা। উড়ান সংস্থা সূত্রের খবর, মুম্বই, দিল্লি, আহমেদাবাদ ও কলকাতা থেকে উড়ান চলবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে , বিশ্বমানের ব্যবস্থা থাকবে এই বিমানবন্দরে। সারা বছর প্রচুর তীর্থযাত্রী এখানে আসবেন।

সম্পর্কিত পোস্ট