Rampurhat Arson : টিভিতে যারা মুখ দেখাচ্ছেন তারাই ফাঁসিয়েছেন দাবি আনারুলের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  রামপুরহাট কাণ্ডে ( Rampurhat Arson ) মুম্বাই (Mumbai) থেকে গ্রেফতার করা হয়েছিল ধৃত চার জনকে। শুক্রবার ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হলো কলকাতায় (Kolkata)। ধৃত চারজনের মধ্যে এফআইআর (FIR)-এ থাকা ১৩ এবং ১৫ নম্বরে বাপ্পা ও সাবু শেখ কে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে শুক্রবার সকালেই ভাদু শেখ খুনে সিবিআই ( CBI) তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বগটুই গণহত্যা এবং ভাদু শেখের মৃত্যুর ঘটনায় তদন্ত ভোট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ঘাড়েই সঁপেছে আদালত।

আদালতের তরফের জানানো হয়েছে এই দুই এই দুটি ঘটনা একে অপরের সঙ্গে জড়িত। প্রকৃত দোষীদের খুঁজে বের করার জন্য ভাদু শেখ এর খুনের ঘটনার মামলায় সিবিআইকে দেওয়া হয়েছে। ২ মে তদন্ত রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

Meenakshi Mukherjee : মীনাক্ষীকে ঘিরে পার্টি কংগ্রেসে উৎসাহ তুঙ্গে, বাংলার ‘মুখ’কে কেন্দ্রীয় কমিটিতে দেখা যাবে?

অন্যদিকে আগেই রামপুরহাট কাণ্ডে ( Rampurhat Arson ) গ্রেফতার করা হয়েছে আনারুল হোসেন (Anarul Hossain) কে। শুক্রবার তাকে রামপুর আদালতে নিয়ে আসে সিবিআই। আদালতে তোলার সময় আনারও দাবি করে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।

আনারুলের দাবি যারা টিভিতে মুখ দেখিয়ে বারংবার ফলাও করে বলছেন তারাই তাকে ফাঁসিয়েছেন। এখানে উঠছে প্রশ্ন টিভিতে বারংবার রামপুরহাট কাণ্ড নিয়ে সরব হয়েছেন সেখানকার গ্রামবাসী তাকে শুরু করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাহলে অভিযোগের আঙ্গুল তার দিকে তুলছেন আনারুল তা স্পষ্ট নয়।

যদিও আনারও দাবি করেছেন বিচার ব্যবস্থার ওপর তার সম্পূর্ণ ভরসা রয়েছে শুধু তাই নয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেও তিনি আস্থা রাখছেন। তার দাবি ঘটনার উপযুক্ত তদন্ত হলেই কে প্রকৃত দোষী তা জানা যাবে

সম্পর্কিত পোস্ট