Rampurhat Bogtui : CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের, “আমি নির্দোষ” দাবি আনারুলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রামপুরহাট অগ্নিকাণ্ডের ঘটনায় কোলকাতা হাইকোর্ট তদন্তের ভার তুলে সিবিআইকে। রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছে ৭ই এপ্রিল। এমনকী আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণরুপে সহযোগিতার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে। হাইকোর্টের আদেশ অনুযায়ী রাজ্যে গঠিত সিট ( SIT ) আর কোনোরকম তদন্ত করবে না।
আদালত আরও জানিয়েছে,রামপুরহাট হত্যাকাণ্ডের ঘটনা যথেষ্ট প্রভাব বিস্তার করেছে মানুষের মনে। আইন কানুনের ওপর মানুষের যাতে ভরসা অটুট থাকে সেইজন্য এই ঘটনার সঠিক তদন্তের প্রয়োজন।
গত বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এবং রাজর্ষি ভরদ্বাজ দ্বারা গঠিত ডিভিশন বেঞ্চ দ্রুত ফরেনসিক টিম কে বগটুই গ্রামে গিয়ে গোটা গ্রাম কে সিসিটিভি দিয়ে ঘিরে ফেলার নির্দেশ দিয়েছিলেন। জানা যাচ্ছে ফরেনসিক টিম খুব দ্রুত সমস্ত নমুনা সংগ্রহ করে পেশ করবেন আদালতে।
রামপুরহাট গণহত্যার ঘটনায় কোলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল। এরপর শুনানি হয় আরও কয়েকটি জনস্বার্থ মামলা কে মিলিয়ে। তবে পরে হাইকোর্টের বিচারপতিরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয় যে রামপুরহাটের মামলার তদন্তের আরও স্বচ্ছতা প্রয়োজন তাই এই মামলা সিবিআই কে দেওয়া হোক।
সিবিআই তদন্তের সিদ্ধান্ত কে সহমত জানিয়েছেন বিরোধী দলনেতারা। বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতে রাজ্য পুলিশ সঠিকভাবে কাজ করছেন না,মুখ্যমন্ত্রী দোষীকে দেখিয়ে দিয়ে নিজে চুপ থাকছেন। তাই সিবিআই তদন্তের নির্দেশ উচিত সিদ্ধান্ত। তবে তৃণমূল নেতা শান্তনু সেন জানিয়েছেন তিনি হাইকোর্টের রায় নিয়ে কোনো মন্তব্য রাখতে চান না,সিবিআই পূর্বেও বহু মামলার সুরাহা করতে পারেনি।
সিবিআই অভিযুক্তদের চিহ্নিত করবে এবং দ্রুত শাস্তির ব্যবস্থা করবে এছাড়া তদন্তের প্রয়োজনে গ্রেফতারও করবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই বগটুইকাণ্ডে সাসপেণ্ডের তালিকাটা অনেক বড়। মুখ্যমন্ত্রীর নির্দেশে আড়াই ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছেন রামপুরহাট ১ নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি আনারুল হোসেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন অবিলম্বে আনারুল কে যেখান থেকে হোক খুঁজে গ্রেফতার করা হোক। পরবর্তীকালে রামপুরহাট মহকুমা আদালতে তোলার আগে আনারুল দাবি করেন, আমি নির্দোষ,দিদির নির্দেশেই আত্মসমর্পণ করেছি। এখনো অবদি প্রায় ২২ জন গ্রেফতারও হয়েছেন।