রিয়েল লাইফের কপিলের জন্মদিনে রিল লাইফের কপিলের শুভেচ্ছা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সেই কোঁকড়ানো চুল। সেই একই ব্যাটিং স্টাইল। একেবারে হুবহু। কোনও পার্থক্য নেই। সোমবার ৬১ টি বসন্ত পার করেও নিজেকে খুঁজে পেলেন ৮৩ এর বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। কপিলের জন্মদিনে নতুন অবতারে কপিল দেবকে বার্থডে গিফট দিলেন রণবীর সিং।
View this post on Instagram
কপিল দেবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয় করে ভারত। সেই প্রেক্ষাপটে তৈরি হয়েছে রণবীর সিংয়ের পরবর্তী ছবি ৮৩।
ছবিতে অধিনায়ক কপিল দেবের ভূমিকায় স্বয়ং রণবীর।
সোমবার কপিল দেবের ৬১ তম জন্মদিনে বিশ্বকাপজয়ী অধিনায়ককে শুভেচ্ছা জানাতে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন অভিনেতা রণবীর। যা একেবারে তাক লাগিয়ে দিয়েছে সকলকে।
কপিলের জন্মদিনে শুভেচ্ছা জানাতে নিজেকে কপিল দেবের মত করে সাজিয়ে নস্টালজিক মুহুর্ত তুলে ধরার চেষ্টা করেছেন রণবীর।
৬১ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ‘গালি বয়’ অভিনেতা লেখেন, “আপনি আমাদের গর্বিত করেছেন, এবার আমাদের সময় এসেছে আপনাকে গর্বিত করার”।
শুধুমাত্র রণবীর নয়, অন্য একটি ছবিতে দুই তারকার সঙ্গে রয়েছেন ছবির পরিচালক কবির খান। শুটিংয়ের আগেই এমনিতেই বি টাউনের আলোচনার শিরোনামে জায়গা করে নিয়েছে এই ছবি।
রণবীরের প্রথম লুকের পর থেকেই দর্শকদের মধ্যে উৎসাহ আরও বাড়তে শুরু করে। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা রণবীরের দুটি ছবি, “৮৩” এর উন্মাদনা আরও বাড়িয়ে তুলেছে।