শুক্রবার থেকে রাস্তায় বাড়ছে রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসের সংখ্যা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ডিজেলের মূল্য ও ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো। এই দুয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাগুলি শুক্রবার থেকে রাস্তায় বাসের সংখ্যা বৃদ্ধি করতে চলেছে। করোনা সংক্রমণ নিয়ে রাজ্য সরকারের নতুন বিধি নিষেধের দ্বিতীয় দিনে আগামী কাল সমস্ত সরকারি – বেসরকারি অফিস খোলা থাকায় কিভাবে যাত্রীদের চাহিদা মেটানো যাবে পরিবহণ কর্তাদের কাছে সেটাই বড় চ্যালেঞ্জ বলে দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন।
তিনি বলেন, গাড়ির চলাচল নিয়ে আজ এক পর্যালোচনা ও চাহিদা বিবেচনা করেই আগামীকাল বাসের সংখ্যা বৃদ্ধি র সিদ্ধান্ত নেওয়া হয়েছে । WBTC র এক মুখপাত্র মুখপাত্র জানান শুক্রবার শহর ও শহরতলী মিলিয়ে প্রায় ১ হাজারের মত বাস রাস্তায় নামানো হবে। ডিপো গুলির মেকানিকাল বিভাগকে ইতিমধ্যেই সর্বোচ্চ পরিমাণ গাড়ি দেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে।
পাশাপাশি প্রায় ২০ টি ট্রাম শহরের বিভিন্ন রুটে চলবে। সংস্থার ট্রাফিক সুপারভাইজারদের ডানলপ, কামালগাজি, হাওড়া, এসপ্ল্যানেড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টার্মিনাল গুলিতে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদের দেওয়া রিপোর্টেরের ভিত্তিতে আগামী দিনের গাড়ির সংখ্যা নির্ধারণ করা হবে বলে তিনি জানান।
বর্ষা ভেজা রাজপথে বাস ডুমুরের ফুল , চড়া ভাড়া হাঁকলো অটো
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা শুক্রবার থেকে তাদের দূরপাল্লা এবং স্বল্প দূরত্বের বিভিন্ন রুটে প্রায় ১০০ টি গাড়ি বেশি চালাবে বলে সংস্থার এক মুখপাত্র জানান। আজ ওই সংস্থা প্রায় ৩০০ মত গাড়ি চালিয়েছে বলে তিনি জানান।
এদিকে, নাইট সার্ভিসের অনুমোদন মেলায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বৃহস্পতিবার থেকেই দূরপাল্লার বাস সার্ভিস চালু করেছে। শুক্রবার থেকে দূরপাল্লার উভয়মুখি চলাচল শুরু হওয়ার সম্ভাবনা বলে তিনি জানান। বৃহস্পতিবার সংস্থা লোকাল ও স্বল্প দূরত্বের বাস সার্ভিস ও চালু করেছে এবং যাত্রী সংখ্যা সন্তোষজনক বলে তিনি জানিয়েছেন।
রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা গুলি বাসের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও বেসরকারি বাস চলাচল শুক্রবারও অনিশ্চিত। বেসরকারি বাস মালিক সংগঠনগুলির বক্তব্য চলতি পরিস্থতিতে বাস চালালে ভয়ঙ্কর আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতিবাচক মনোভাব নিয়ে রাজ্য সরকার তাদের সঙ্গে খুব শীঘ্রই আলোচনায় বসবে বলে সংগঠনগুলি আশা প্রকাশ করেছে।