ফুড সাপ্লাই কন্ট্রোলারের মানসিক অত্যাচারে মৃত্যু রেশন ডিলারের !
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফুড সাপ্লাই কন্ট্রোলারের মানসিক অত্যাচারের জেরে মৃত্যু হল এক রেশন ডিলারের।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার বাজার এলাকায়। রেশন ডিলার তপন কুমার মজুমদার এদিন দোকানে রেশন দিচ্ছিলেন সাধারণ মানুষকে।
অভিযোগ তখনই দোকানে আসেন বারাসাত জেলা ফুড সাপ্লাই কন্ট্রোলার আজিজুল শেখ। নানা কারণ দেখিয়ে ফাইন করার কথা বলেন। এরপর অসুস্থ হয়ে পড়েন রেশন ডিলার তপন কুমার মজুমদার।
তড়িঘড়ি হাবরা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা। এরপর মৃতদেহ বাড়ি নিয়ে আসে পরিবারের সদস্যরা এবং রেশন ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গৌড়বঙ্গ রোড এর খারো বাজার এলাকায় রাস্তা অবরোধ করেন।
আমফানের পর এনডিআরএফের ধাঁচে সাজানো হচ্ছে সিভিল ডিফেন্সকে
তার পরিবার ও এলাকাবাসীর অভিযোগ বারাসাত জেলা ফুড সাপ্লাই কন্ট্রোলার আজিজুল শেখ দীর্ঘদিন ধরে রেশন ডিলারের ওপর মানসিক অত্যাচার করছেন। তারই অত্যাচারে মঙ্গলবার হাবরা বিধানসভা কুমড়া পঞ্চায়েতের খারো বাজারের রেশন ডিলার তপন কুমার মজুমদার স্টক হয়ে মৃত্যু হয়েছে।
অভিযোগ ফুড সাপ্লাই কন্ট্রোলার আজিজুল শেখ বিভিন্ন সময়ে নানান অজুহাত দেখিয়ে ডিলারদের থেকে টাকা ফাইন নিতেন এমনটাই অভিযোগ।
তপন কুমার মজুমদারের মৃত্যুতে হাবরা অ্যাসোসিয়েশনের সমস্ত ডিলাররা প্রতিটি রাস্তা অবরোধ করেন। পরিবার সূত্রে জানা যায় সপ্তাহখানেক আগেও এই অফিসার তপন বাবুকে তেলকম দিচ্ছে বলে 37 হাজার টাকা ফাইন করেন।