প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে বিজেপি ছাড়লেন রায়গঞ্জের বিধায়ক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বেশ কয়েকদিন ধরেই দুরত্ব বেড়ে চলেছিল দলের সঙ্গে। দলের ভিতরে ক্ষোভের প্রধান কারণ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

সেই দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণকল্যাণী। তবে কী এবার তৃণমূলের দিকে পা বাড়াচ্ছেন তিনি?

এদিন দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার সময় রায়গঞ্জের বিধায়ক বলেন, যে দলে দেবশ্রী রয়েছে সেই দলে থাকা সম্ভব নয়৷

এর আগে অবশ্য দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন মন্ত্রীত্ব হারানোর পর মানসিক অবসাদে ভুগছেন তিনি৷ এমনকি নির্বাচনে রায়গঞ্জে কৃষ্ণকল্যাণীকে হারানোর ছক কষেছিলেন দেবশ্রী৷

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নিজের এলাকায় না এসে এখন ছড়ি ঘোরানোর চেষ্টা করছেন দেবশ্রী। এটা আমি মেনে নিতে পারছি না৷ আমি মানুষের পাশে থাকার জন্য রাজনীতিতে এসেছি। উনি পিছন থেকে ছুরি মারছেন। তাই উনি যেখানে থাকবেন, আমার থাকা সম্ভব নয়৷

বিজেপির এই চিড়ফাটে আরও ফাটল ধরাতে চাইছে তৃণমূল৷ পুরাতন দলে ফিরে যাবেন কৃষ্ণকল্যাণী? যদিও এবিষয়ে কিছু বলেননি তিনি। তবে সেই জল্পনা এড়িয়ে যাচ্ছে না রাজনৈতিক মহল৷

সম্পর্কিত পোস্ট