শিণ্ডে হতে পারলেন না আরসিপি, বিহারে ক্ষমতা হারাচ্ছে বিজেপি?
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অটল বিহারি বাজপেয়া- লালকৃষ্ণ আদবানিদের থেকে অনেকটাই আলাদা মোদি-শাহের বিজেপি। বাজপেয়ি আমলে শরিক দলের নেতাদের যথেষ্ঠ গুরুত্ব দেওয়া হতো, অবশ্য তার প্রয়োজনও ছিল। কিন্তু এখন প্রয়োজনও নেই, তাই শরিক দলকে গুরুত্ব দেওয়া দূরের কথা, তাদের গিলে খেতে ব্যস্ত বিজেপি। যদিও এইবার তাদের চালে কিছুটা ভুল হয়ে গিয়েছে বোধহয়।
একনাথ শিণ্ডেকে হাত করে মহারাষ্ট্রে শিবসেনায় ভাঙন ধরিয়েছে বিজেপি। তাতে সমস্যা তো দূরস্ত, বরং নতুন করে সে রাজ্যে ক্ষমতার স্বাদ পাচ্ছে গেরুয়া শিবির। সেই একই ছক মেনে বিহারে শরিক দলের নেতা নিতীশ কুমারকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল তারা। এর জন্য জেডি(ইউ) এর বিক্ষুব্ধ নেতা তথা সদ্য প্রাক্তন ইস্পাত মন্ত্রী আরসিপি সিংকে হাতিয়ার করার চেষ্টা করেছির বিজেপি নেতৃত্ব, এমনটাই অভিযোগ নিতীশের দলের।
মেট্রো রেল যাত্রীদের সুবিধার্থে ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ, সহজেই কাটা যাবে টিকিট
এরই মধ্যে কংগ্রেসের সোনিয়া ও রাহুল গান্ধি, আরজেডির প্রাণপুরুষ লালু প্রসাদ যাদবের সঙ্গে বেশ কয়েকবার কথা বলছেন। সম্ভবত বিজেপির হাত ছেড়ে এবার আরজেডি ও কংগ্রেসের সমর্থনে নিতীশ কুমার বিহারে সরকার গড়তে পারেন বলে জল্পনা তুঙ্গে উঠেছে। সেই জল্পনায় আগুন দিয়ে জেডি (ইউ) সোমবার ঘোষণা করেছে তালের সঙ্গে ১৫০ জন বিধায়ককে সমর্থন আছে। সব মিলিয়ে লাভের বদলে বিহারে বিজেপির কান কাটা যেতে চলেছে।