মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে বেআইনী অস্ত্রশস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান রাজ্য সরকারের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সারা রাজ্যে বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান শুরু করতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য সরকার এ ব্যাপারে তৎপরতা শুরু করেছে।রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য আগামী দশ দিন রাজ্যজুড়ে বেআইনি অস্ত্রশস্ত্রের সন্ধানে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।  এই দশ দিনে যথাসম্ভব বেআইনি অস্ত্র ও বোমা বাজেয়াপ্ত করতে বলা হয়েছে।

পাশাপশি সমস্ত রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের পাঠানো নির্দেশে রাজনৈতিক রেষারেষিপ্রবণ এলাকা চিহ্নিত করতে করে বিশেষ তল্লাশি চালাতে বলা হয়েছে। তাদের এলাকায় যত সমাজবিরোধী রয়েছে তাদের উপর নজর রাখতে হবে। এ ব্যাপারে সমস্ত তথ্য নিয়মিত নথিবদ্ধ করা এবং প্রয়োজনীয় তথ্য সংযোজন করার কথা বলা হয়েছে।বিভিন্ন থানার আওতায় যে সব পরিচিত সমাজবিরোধী ও দুষ্কৃতী রয়েছে তাদের পুরনো অপরাধের ধরন অনুযায়ী পৃথক রেজিস্টার তৈরি করতে হবে— এ, বি এবং সি। তাদের বিরুদ্ধে আগে কোন কোন ধারায় মামলা করা হয়েছে এবং সেই মামলার গতি প্রকৃতি কি হচ্ছে তাও নথিবদ্ধ করতে বলা হয়েছে।
জেলা স্তরে পুলিশ সুপার ও বিভিন্ন কমিশনারেটের পুলিশ কমিশনার যেমন এই তল্লাশির নেতৃত্ব দেবেন, তেমনই সমস্ত জোনাল ডিআইজিকে বলা হয়েছে তাদের অধীনে থাকা জেলাগুলিতে সরেজমিনে গিয়ে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট