উন্নয়নের গতি বহাল রাখতে বেসরকারি পেশাদারদের নিয়োগের সিদ্ধান্ত মমতার
দ্য কোয়ারি ওয়েবডেস্ক : মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আগেই জানিয়েছিলেন। এবার রাজ্যের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে বেসরকারি পেশাদারদের নিয়োগ করার সিদ্ধান্ত রূপায়নের পথে এগোচ্ছে নবান্ন (Nabanna)।
রাজ্যের বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা তৈরি করা, প্রকল্প দ্রুত বাস্তবায়িত করার পাশাপাশি সরকারের কাছে চূড়ান্ত পেশাদারিত্ব আনতেই এই উদ্যোগ বলে জানা গেছে। খুব শীঘ্রই মন্ত্রিসভার (cabinet)চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর এ ব্যাপারে পদক্ষেপ করা হবে বলে নবান্ন (nabanna) সূত্রে জানা গিয়েছে।
প্রথম পর্যায় বিভিন্ন দফতরের জন্য ৩০ জন এমন বেসরকারি পেশাদারকে নিয়োগ করতে চলেছে নবান্ন। তাঁদের বিশেষ সচিব (স্পেশাল সেক্রেটারি) পদে নিয়োগ করা হবে। এদের মাসিক দু’লক্ষ টাকা করে সাম্মানিক ও দেবে রাজ্য সরকার।
এই বিশেষ সচিব পদপর্যাদার আধিকারিকরা সংশ্লিষ্ট দপ্তরের প্রধান সচিবের অধীনে কাজ করবেন। পেশাদারী দৃষ্টিভঙ্গি থেকে প্রকল্প সংক্রান্ত নতুন ধরনের আইডিয়া দেওয়া, সরকারের যে প্রকল্পগুলি চলছে সেগুলি যাতে মসৃণ ভাবে বাস্তবায়িত হতে পারে তার জন্য বিকল্প উপায় বের করা এসব ব্যাপারে সরকারকে পরামর্শ দেবেন ওইসব পেশাদাররা।
আসন্ন চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পরেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় সরকার রেল, তথ্যসম্প্রচার, পর্যটনের মতো দফতরে বিভিন্ন ক্ষেত্রের পেশাদারদের নিয়োগ করে থাকে। অন্যান্য রাজ্যে ও এই রীতি চালু আছে। এবার পশ্চিমবঙ্গের সরকারি কাজকর্ম কর্পোরেট ছোঁয়া আনতে উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।