উচ্চ প্রাথমিকের থমকে থাকা নিয়োগ প্রক্রিয়া ফের শুরু
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আদালতের নির্দেশে রাজ্যে উচ্চ প্রাথমিকের থমকে থাকা নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হচ্ছে। রাজ্য স্কুল সার্ভিস কমিশন মোট ১১০০ জন চাকরি প্রার্থীদের ফের নথিপত্র আপলোড করার সুযোগ দিয়েছে। এই মর্মে আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১৩ আগস্টের মধ্যে তাদের এই প্রক্রিয়া শেষ করতে হবে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে।
উল্লেখ্য শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সিবিআই এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম বন্ধ করে দিয়েছিল । শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করার জন্য সেই ‘ডেটা রুম’ খোলার জন্য কমিশনের তরফে ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টার-কে চিঠি দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, এনআইসি এবং সিবিআইয়ের উপস্থিতিতে ডেটা রুম খুলে কাজ করতে হবে বলে জানান এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সেই মত ডেটা রুম খোলায় পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করা হল বলে তিনি জানিয়েছেন।
বাড়ছে ডেঙ্গু আতঙ্ক, তৎপর রাজ্য সরকার
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সহ-সভাপতি সুশান্ত ঘোষ বলেন, গত ১৮ মে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ে ডাক না-পাওয়া যে-সব প্রার্থী নানা কারণে নথি আপলোড করতে পারেননি বলে অভিযোগ করেছিলেন, তাঁদের নথি আগে আপলোড করতে দিতে হবে। সেই সঙ্গে ইন্টারভিউয়ে প্রথমে ডাক না-পাওয়া যে-সব প্রার্থী পরে শুনানিতে যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাঁদের তথ্যও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ডেটা রুম খুলে যাওয়ায় ওই ১০৯৮ জন প্রার্থী খুব দ্রুত তাঁদের নথি আপলোড করে দিতে পারবেন।