উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করল সংসদ
দ্য কোয়ারি ডেস্ক: উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী বছরে পরীক্ষা শুরু হচ্ছে ১৫ জুন থেকে। শেষ হবে ২ জুলাই।
বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চমাধ্যমিকের প্রাক্টিক্যাল পরীক্ষা ১০ থেকে ৩০ মার্চের মধ্যে নিতে হবে স্কুলগুলিকে। তাতে এও স্পষ্ট ভাবে বলা হয়েছে, করোনাকালে সুরক্ষা বিধি মেনে পরীক্ষা পরিচালনার ব্যাপারে দায়িত্ব নিতে হবে।
সংসদ জানিয়েছে পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর সওয়া একটা পর্যন্ত।
পরীক্ষাসূচি অনুযায়ী, আগামী ১৫ জুন, বাংলা (এ), ইংরাজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাতি, পাঞ্জাবি পরীক্ষা হবে।
দ্বিতীয় পরীক্ষা হবে ১৭ জুন। ওই দিন বাংলা (বি), ইংরাজি (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংরাজি পরীক্ষা হবে। তৃতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ জুন। হেল্থ কেয়ার, অটো মোবাইল, অর্গানাইজ রিটেলিং, সিকিউরিটি, আইটি এবং আইটিইএস ভোকেশনাল সাবজেক্ট।
১৯ জুন পরীক্ষা হবে বিসনেজ স্টাডিজ, বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে। অঙ্ক, অ্যাগ্রোনমি, ইতিহাস, সাইকোলজি পরীক্ষা হবে ২১ জুন। ২২ জুন হবে কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশবিদ্যা, স্বাস্থ্য এবং শারীরিকবিদ্যা, সঙ্গীত, ভিজুয়াল আর্ট।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/dola-sen-is-the-president-of-all-the-workers-unions-in-haldia/
২৪ জুন দর্শন, সমাজতত্ত্ব, কমার্শিয়াল ল’ অ্যান্ড প্রিলিমিনারিজ অব অডিটিং। পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউন্ট্যান্সি সাবজেক্টে পরীক্ষা হবে ২৬ জুন।
২৮ জুন রসায়ন, অর্থনীতি, সাংবাদিকতা, সংস্কৃত, পার্সি, আরবি, ফেঞ্চ এবং ৩০ জুন, রাশিবিজ্ঞান, ভুগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে পরীক্ষা হবে।