দিওয়ালির আগে স্বস্তি, আরিয়ানের জামিন মঞ্জুর করল বোম্বে হাইকোর্ট
দ্য কোয়ারি ওয়েব: শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট। তিন সপ্তাহ পর শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট।
তিন সপ্তাহ পর অবশেষে মুম্বইয় ড্রাগস মামলায় জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান(ariyan Khan)। দীপাবলীর (dipabali) আগেই মন্নতে(mannat) ফিরবেন তিনি। জামিন পেলেন মুনমুন ধামেজা (munmun dhamecha) আরবাজ মার্চেন্ট (arbaz marchent)।
এদিন আদালতকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অনীল সিং জানান, গত কয়েকবছর ধরেই ড্রাগস ব্যবহার করছেন তিনি। সেদিনের ঘটনার অভিযুক্তদের মধ্যে একজন তিনিও। ওই দিন আরিয়ানের কাছে মাদক ছিল বলে জানিয়েছেন তিনি।
গত ২ অক্টোবর গোয়াগামী একটি প্রমোদতরীতে মাদক সেবনের কারণে আরিয়ান সহ বেশ কয়েকজনকে আটক করা হয়৷ এরপর ৩ অক্টোবর আরিয়ানকে গ্রেফতার করে এনসিবি৷ মঙ্গলবার, বুধবার দু’দিন ধরেই আরিয়ানের জামিনের শুনানি অসমাপ্ত ছিল। তৃতীয় দিনে রায় শোনালো আদালত।
জামিন মঞ্জুর হলেও আরিয়ানের বিরুদ্ধে তথ্য লোপাটের আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সইল তদন্তকারী আধিকারীর সমীর ওয়াংখেড়ের(samir wangkher) বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনেছেন। তাই সমীরের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।