এক দশকে রেকর্ড পতন রিল এবং ওএনজিসি-র শেয়ারে
এক দশকের ইতিহাসে এক দিনে সবচেয়ে বড় পতনের সাক্ষী থাকল মুকেশ অম্বানির সংস্থার শেয়ার । সোমবার ওএনজিসি, ব্রেন্টের মতো সংস্থাগুলির শেয়ারের হাল ও তথৈবচ ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- করোনা ভাইরাসের জেড়ে টালমাটাল বিশ্ব অর্থনীতি । মারণ ভাইরাসের হাত তেকে রেহাই পায়নি শেয়ার বাজার ।
অন্যান্য দেশের মতো ভারতের শেয়ার বাজারও নিম্নমুখী । এসবের মাঝেই আগুনে ঘি ঢালার কাজ করে ইয়েস ব্যাঙ্ক কেলেঙ্কারি।
জোড়া ধাক্কায় শেয়ার বাজার টালমাটাল ছিলই । সোমবার যোগ হল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে পতন ।
রিলায়েন্সের শেয়ার পতন
যার জেরে রেকর্ড পতনের মুখে রিল বা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার ।
এক দশকের ইতিহাসে এক দিনে সবচেয়ে বড় পতনের সাক্ষী থাকল মুকেশ অম্বানির সংস্থার শেয়ার ।
আরও পড়ুন : দেশের অর্থনীতিতে ভয়ঙ্কর প্রভাব ফেলতে চলেছে করোনাঃ মনমোহন সিং
সোমবার ওএনজিসি, ব্রেন্টের মতো সংস্থাগুলির শেয়ারের হাল ও তথৈবচ ।
বিশ্বের মধ্যে সবচেয়ে বড় তেল শোধনাগার সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গোষ্ঠী । গুজরাতের জামনগর এবং কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় কেজি-ডি৬ — এই দু’টি তেল শোধনাগার রয়েছে রিলায়েন্সের।
শুক্রবার বাজার বন্ধের সময়ও রিল-এর শেয়ারের দাম ছিল ১২৭১ টাকা । সোমবার বাজার শুরুর সময় দাম ছিল ১২৪০.০৫ টাকা ।
এক সময় শেয়ারের মূল্য ১৭৬ টাকা কমে নেমে যায় ১০৯৬.৬৫ টাকায় । পতনের হার ১৩.৬৫ শতাংশ ।
গত দশ বছরে এত বড়ো পতনের মুখ দেখেনি রিলের শেয়ার । দিনের শেষে কিছুটা উপরে উঠে বন্ধ হয়েছে ১১১৪.১৫ টাকায় । পতনের হার ছিল ১২.৩৪ শতাংশ।
রিলায়েন্সের শেয়ার পতন,রেহাই পায়নি ওএনজিসি
প্রায় একই হারে শেয়ার ধসের সম্মুখীন হয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ওএনজিসি-র শেয়ারও ।
শুক্রবার বাজার বন্ধের সময় ওএনজিসির শেয়ারের দাম ছিল ৮৮.৫০ টাকা । সোমবার খোলে ৮২.১৫ টাকায় ।
দিনের সর্বনিম্ন ৭৪ টাকা । বাজার বন্ধের সময় দাম ৭৪.৫৫ টাকা ।
আগের দিনের তুলনায় পতন ১৩.৯৫ শতাংশ । এই সংস্থার শেয়ারও দশ বছরে এক দিনে সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে।
ভারতের পাশাপাশি বিশ্বব্যাপী তেল সংস্থাগুলির শেয়ার বাজারে ধস নেমেছে ।
বড়োসড়ো ধাক্কা খেয়েছে ব্রেন্ট ক্রুড অয়েল, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মতো শেয়ার ।
ওপেক বা অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর সদস্য দেশগুলির মধ্যে সমঝোতা কার্যত ভেস্তে যাওয়ার পথে ।
আরও পড়ুন : #coronavirusindia করোনার প্রকোপে টালমাটাল বিএসই-র শেয়ার বাজার
সুযোগকে কাজে লাগিয়ে সৌদি আরব ও রাশিয়ার মধ্যে শুরু হয়েছে দাম কমানোর প্রতিযোগিতা ।
ফলস্বরুপ সোমবার বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে ৩০ শতাংশ ।
উল্লেখ্য ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময়ের পরে তেলের দামে এমন পতন দেখেনি গোটা বিশ্ব ।