সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলো পুনর্বিবেচনার আবেদন খারিজ কেন্দ্রের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় সরকার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনীর উপর নির্মিত ট্যাবলো নিয়ে রাজ্য সরকারের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে।

কেন রাজ্যের আবেদন পুনর্বিবেচনার কথা কেন্দ্রীয় সরকার ভাবছে না সেই কারণ জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন।

রাজনাথ সিংয়ের চিঠি

গত ২০১৬, ১৭, ২০১৯ ও ২০২১ সালে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের ট্যাবলো নির্বাচিত করা হয়েছিল বলেও চিঠিতে তিনি উল্লেখ করেছেন।

উল্লেখ্য আসন্ন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আরজি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন।

টিকা নিতে অনীহা পড়ুয়াদের, কারণ অনুসন্ধানে তৎপর স্বাস্থ্য দফতর

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ট্যাবলো বাতিলের সিদ্ধান্তে রাজনাথ লিখেছেন

ট্যাবলো বাতিলের সিদ্ধান্তের সপক্ষে রাজনাথ লিখেছেন, ‘প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ট্যাবলো নির্বাচনের কমিটিতে পারদর্শীরা রয়েছেন। সংস্কৃতি, সঙ্গীত এবং নৃত্য বিভাগের বিশিষ্টরা রয়েছেন কমিটিতে। আপনার ভাবনাকে সম্মান করি। ব্যক্তিগতভাবে আপনাকে জানাতে চাই, এবার ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১২টি ট্যাবলোকে অনুমোদন দেওয়া হয়েছে। আশা করি এই তথ্য পেয়ে আপনার আশঙ্কা দূর হবে।’

সম্পর্কিত পোস্ট