বিদ্যুৎ সংযোগের দাবিতে দফায় দফায় বিক্ষোভ শামিল বারাসাতের বাসিন্দারা
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: বিদ্যুৎ কর্মীদের কর্তব্যে গড়িমসি ও বিদ্যুৎ সংযোগে আর্থিক দুর্নীতি সহ একগুচ্ছ অভিযোগ এবং প্রতিশ্রুতি পূরণের মিথ্যা আশ্বাসের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে দফায় দফায় অবরোধ বিক্ষোভ।
বারাসাতের ন’পাড়া কাঠগোলায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে সকালের পরে সন্ধ্যাবেলায়ও রাস্তার ওপরে গাছের গুঁড়ি ফেলে চলল অবরোধ।
অবরোধের জেরে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে দূরগামী বাস, ট্রাক, ট্যাক্সি। বিক্ষোভে সামিল বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা ।
বারাসাতের তিনটি ওয়ার্ড (৩, ১০ ও ১১ )ও খিলকাপুর পঞ্চায়েতের বাসিন্দারা অবরোধে সামিল হয়ে জানিয়েছেন আম্ফান সাইক্লোন হওয়ার পর থেকে তিনদিন কেটে গেলেও তাদের এলাকায় বিদ্যুৎ আসেনি। জলও নেই। অথচ বিদ্যুৎকর্মীরা টাকা নিয়ে কিছু কিছু জায়গায় কাজ করছেন।
বিদ্যুৎ বিভাগের এই দুর্নীতি ও অনিয়ম দেখে বীতশ্রদ্ধ হয়ে তারা রাস্তায় নেমেছেন বলে এদিন জানান তিনি।
পাশাপাশি শনিবার সকালে অবরোধের সময় প্রশাসন থেকে আশ্বাস মিলেছিল সন্ধ্যের আগে বিদ্যুৎ আসবে কিন্তু মৌখিক আশ্বাস কার্যকর করা হয় নি। তাঁরা জানিয়েছেন বিদ্যুৎ না এলে জাতীয় সড়ক অনির্দিষ্ট সময় ধরে অবরোধ করা হবে।
সন্ধ্যের পরেও চলছে অবরোধ। অবরোধের স্থানে পুলিশের দেখা মিললেও বিক্ষোভকারীদের বক্তব্য, বিদ্যুৎ বিভাগের ন’পাড়া বিদ্যুৎ কার্যালয়ের উর্দ্ধতন আধিকারিকদের দেখা মিলছে না ।
অন্যদিকে সকালে বারাসাতের নবপল্লিতে অবরোধ হলেও আধিকারিকরা বিক্ষোভকারীদের অভিযোগ শুনছেন।
নবপল্লি বিদ্যুৎ অফিসের এক আধিকারিক (সি এফ ও ) মুনমুন দাস জানিয়ে রেখেছেন প্রতিটি বাড়িতে বিদ্যুৎ না আসা অব্দি যুদ্ধকালীন ভিত্তিতে তাঁদের কর্মীরা দিন রাত এক করে কাজ করে যাবেন।