চিকিৎসায় সাড়া দিচ্ছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবেডেস্কঃ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন নার্সিংহোম। তবে এখনও সংকট মুক্ত নন তিনি। সংকট এখোনও পুরোপুরি না কাটলেও তাঁর পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, এদিন ভেন্টিলেশন থেকে বার করে আনা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। এখন তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে। কথাও বলছেন বুদ্ধবাবু। ওঁনার সঙ্গে একজনকে থাকার অনুমতি দেওয়া হচ্ছে।
এদিন স্ত্রী-মেয়ের সঙ্গেও দেখা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুক্রবার, ১১ ডিসেম্বর মেডিক্যাল বুলেটিনে সকালে ডাক্তাররা জানিয়েছেন, রাতে ভালোই ঘুমিয়েছেন বুদ্ধবাবু। সিডেটিভ ছাড়াই ঘুম হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।
জানা গিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের অক্সিজন মাত্রাও উন্নত হয়েছে। মূত্রত্যাগও ঠিকই হচ্ছে।উন্নতি যদিও হয়েছে, সিওপিডি-র পুরোনো রোগী ৭৬ বছর বয়সী বুদ্ধবাবুর সংকট যে কেটে গিয়েছে, এমনটা বলা যাচ্ছে না।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/suvendu-adhikari-wrote-letter-cbi-on-sudipta-sen-letter/
দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসাধীন। তাঁর চিকিৎসায় তৈরি করা হয়েছে ১১ সদস্যের মেডিক্যাল টিম। তাঁর রক্তচাপ ১৩০/৬০। পালস রেট প্রতি মিনিটে ৭৬।
অক্সিজেনের মাত্রার কিছুটা উন্নতি হয়েছে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমেছে।
বুধবার শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পাওয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করানো হয়।
তখন তাঁর জ্ঞান ছিল না। প্রথমে তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল। রাতে দেওয়া হয় ভেন্টিলেশনে। সঙ্কট কমায় শুক্রবার ভেন্টিলেশন থেকে বার করা হল বুদ্ধদেব ভট্টাচার্যকে।