৩০ শে নভেম্বর পর্যন্ত চলবে ভোটার তালিকা সংশোধনের কাজ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।একই সঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের (Revision of electoral rolls) কাজ।যা চলবে ৩০ শে নভেম্বর পর্যন্ত। এসময় অনলাইন (Online) এবং অফলাইন (Offline) দু ভাবেই ভোটার তালিকায় নাম তোলা এবং এপিক কার্ড সংশোধনের আবেদন জানানো যাবে বলে নির্বাচন কমিশনের (Eletcion Commission) তরফে জানানো হয়েছে।

‘মহিলাদের ক্ষমতায়ন’ নিয়ে বিশেষ প্রস্তাব আসতে চলেছে বিধানসভায়

ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে আবেদন জানানোর পাশাপাশি www.nsvp.in অথবা voterportal.eci.gov.in এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করণ বা ভোটার কার্ড সংশোধনের আবেদন জানানো যাবে। ভোটার হেল্পলাইন অ্যাপ এর মাধ্যমেও এই কাজ গুলি করা যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট