Kolkata college bans ripped jeans: কলেজে আর ছেঁড়া জিন্স নয়,কোলকাতার কলেজে এবার নতুন পোশাক বিধি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  দেশ জুড়ে কিছুদিন যাবৎ হিজাব বিতর্কের রেশ এখনও মানুসের মন থেকে যায়নি ইতিমধ্যেই বাংলায় শোনা গেল এমনই এক ঘটনা। আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি জারি করেছে গত বুধবার। তাতে বলা হয়েছে যে কলেজ ক্যাম্পাসে পড়ুয়ারা কোনোরকম  “ছেঁড়া জিন্স (Ripped jeans) পরে” কলেজে আসতে পঅরবে না। নির্দেশ অমান্য করলে কলেজ কর্তৃপক্ষ ‘ট্রান্সফার সার্টিফিকেট’ অর্থাৎ টিসি দিয়ে দেবে বলেই জানিয়েছে। এই খবর নজরে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পড়ুয়াদের মধ্যে।

 

West Bengal By-Election: উপনির্বাচনের দিন বালিগঞ্জ ও আসানসোলে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

 

এমনকী শুধু পড়ুয়া নয়,কলেজের প্রতিটি কর্মীর ক্ষেত্রে এই নির্দেশ বরাদ্দ করা হয়েছে। কর্তৃপক্ষের মতে ছেঁড়া জিন্স পরে কলেজে আসা দৃষ্টিকটুর ঘটনা। ফ্যাশন কলেজ গেটের বাইরে রেখে আসতে হবে। এমন নির্দেশের পর কলেজের একাংশ ছাত্র প্রশ্ন তুলছে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে।

 

 

এই বিষয়ে প্রশ্ন করলে কলেজ অধ্যক্ষ পূর্ণ চন্দ্র মাইতি বলেন,এই নির্দেশিকা জারি করা হয়েছে কারণ  কলেজে এই ধরনের পোশাক পরা শোভনীয় নয়৷ তিনি আরও জানান, অশোভনীয় পোশাক পরে কিছু ছাত্র তার বাড়িতেও এসেছে আগে। এই কলেজে তার ছেলে ও মেয়ে পড়ে।

Kolkata college

কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে অনেকেই সহমত জানিয়েছেন। তার মতে নির্দেশ অমান্য করলে পড়ুয়াদের অভিভাবক কে ডাকা হতে পারে। কলেজের আরও কিছু শিক্ষকবৃন্দ এই নিয়ে কথা বলেছেন এবং তারাও জানিয়েছেন যে ফ্যাশন সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় তবে সেটা কলেজের বাইরে থাকা ভালো।

 

কিছু পড়ুয়ার মতে,অশোভনীয় পোশাক পরা নিষেধ হলে হও বা রিপ্ড জিন্স নিয়ে সিদ্ধান্ত নেওয়া অযৌক্তিক। তাদের মতে এই ধরনের নির্দেশ কিংবা নিয়ম জারি করে কর্তৃপক্ষ ব্যক্তিগত পরিসরে প্রবেশ করার চেষ্টা করছেন।

 

কোলকাতায় এমন পোশাক বিধি নিয়ে ফতোয়া জারির ঘটনা বিরল। যেখানে গোটা দেশ এখন হিজাব বিতর্কে প্রতিবাদ জানাচ্ছে সেখানে দেশের আরও এক রাজ্যে এমন ঘটনা আবার মতুন চাঞ্চল্যের সৃষ্টি করতে পারে বলেই ধারণা।

সম্পর্কিত পোস্ট