“ওঁর রোমান্টিক হাসি মনে থাকবে সবার”….

ঋত্বিক দে

নাহ্ ! কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কাল ইরফান খান আজ ঋষি(চিন্টু) কাপুর।

আবারও সেই ক্যান্সার নামক মারণ ব্যাধির কাছে পরাজয় স্বীকার করে নিতে হলো তাঁকেও।

ক্যান্সারের শিকারে পরাজিত হয়ে ৬৭ বছর বয়সে স্মৃতিটুকু রেখে পরলোক গমন করতে হলো তাঁকেও।

২০২০ সালটা যেনো মৃত্যুবরণের বছর, একদিকে ভারতবর্ষ তথা গোটা বিশ্বজুড়ে করোনার করাল গ্রাসে মৃত্যু হয়েছে লক্ষাধিক মানুষের। আবার অন্যদিকে ক্যান্সারের থাবায় গত ২৪ ঘন্টার মধ্যে আমরা হারালাম দু’জন প্রতিভাশালী অভিনেতাকে ।

স্ত্রী সুতপার ফেসবুকের প্রোফাইলে স্বামী ইরফানের সঙ্গে ছবি -আজ শুধুই স্মৃতি

মৃত্যুমিছিলে যেনো ‘ক’-এর খেলা চলছে; ‘ক’-এ করোনা আবার ‘ক’-এ ক্যান্সার।

চাই না এমন বছর, আমরা চাই না ২০২০! ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই বিপদসংকুল মারণ বছরটা খুব শীঘ্রই কেটে যাক, আসুক ২০২১।

“জীবন কে দিন ছোটে সেহি” – সত্যিই! চিন্টু (ঋষি) দাদা ঠিকই বলেছিলেন, জীবন খুবই ছোটো, কখন যে উপরের থেকে ডাক চলে আসবে এবং তার জীবনে মৃত্যু নামক এক অন্ধকার ঘনিয়ে আসবে কেউ যানেনা।

আপনার মতো প্রতিভাশালী অভিনেতাকে মিস করবো। যেখানেই থাকুন, ভালো থাকুন । আর আমাদের মননে চিরকাল ’67 Not Out’-ই থাকবেন ।

সম্পর্কিত পোস্ট