অক্টোবর থেকে গঙ্গাবক্ষে শুরু ক্রুজ পরিষেবা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতায় চালু হবে হেরিটেজ ক্রুজ পরিষেবা। ইচ্ছা করলেই আপনি সুসজ্জিত ক্রুজে করে শহরের ঐতিহাসিক স্থানগুলি ঘুরে দেখতে পারবেন, তাও কেবল মাত্র ৩৯ টাকায়।

১ অক্টোবর থেকে এই ‘গ্যাঙ্গেজ রিভার হেরিটেজ ক্রুজ’ পরিষেবা চালু করছে রাজ্যের পরিবহন দফতর। সপ্তাহের ৭ দিন এই পরিষেবা চালু থাকবে। পরিবহন দফতর সূত্রে জানা গেছে, এই ক্রুজ যাত্রা শুরু হবে মিলেনিয়াম পার্ক থেকে, শেষও হবে মিলিনিয়াম পার্কে।

চাঁদপালঘাট, আর্মেনিয়ান ঘাট, বিবাদীবাগ স্টেশন, নিমতলা ঘাট মহাশ্মশান, ভূতনাথ শ্মশান কালীর মন্দির, সারদা মায়ের স্মৃতি বিজড়িত মায়ের ঘাট পড়বে এই ক্রুজের যাত্রাপথে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/durgapujo-is-ahead-the-metro-will-run-on-sunday-from-october-4/

সোম থেকে শুক্রবার, একবার বিকেল ৪টে এবং আরও একবার সন্ধ্যে ৬টা’য়, অর্থাৎ দিনে দু’বার হবে ক্রুজ যাত্রা। তবে শনি ও রবিবারের ৪ বার হবে এই যাত্রা। ওই দু’দিন দুপুর ১২টা, দুপুর ২টো, বিকেল৪টে এবং সন্ধ্যে ৬ টা’য় যাত্রার ব্যবস্থা থাকবে।

যাত্রাপথের সময় দেড় ঘন্টা। যাত্রাপথে বিনোদনের জন্য ক্রুজে বাজবে রবীন্দ্রসঙ্গীত। ক্রুজের মধ্যে থাকছে ক্যাফেটেরিয়া। ইচ্ছা করলে যাত্রীরা সেখান থেকে চা কফি কিংবা স্ন্যাকস কিনতে পারেন। তবে এই খরচটা যাত্রীদের ব্যক্তিগত।

এতদিন পর্যন্ত অন্যান্য দেশে এই রকম হেরিটেজ ক্রুজ পরিষেবা চালু ছিল। এখন কলকাতায় সেই পরিষেবার চালু হওয়ায় সেই সব দেশের সঙ্গে যুক্ত হল কলকাতার নাম, একথা জানিয়েছেন পরিবহন দফতরের এমডি রজণভীর সিং কাপুর।

সম্পর্কিত পোস্ট