বিধানসভা নির্বাচনের আগে লালু শিবির থেকে বড় নেতার ইস্তফা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা লালু প্রসাদ যাদবের শিবিরে। একসময়ের লালু প্রসাদের সঙ্গী তথা আরজেডির অন্যতম বরিষ্ট নেতা রঘুবংশ প্রসাদ সিং আরজেডি থেকে ইস্তফা দিলেন। এতে শুধুমাত্র আরজেডির শক্তি হারালো তা নয়, বরং বিহারে বিরোধী শক্তি আরও দুর্বল হয়ে পড়ল।
আরজেডির শুরু থেকেই লালু প্রসাদের রাজনৈতিক সঙ্গি ছিলেন রঘুবংশ প্রসাদ সিং। এমনকি জনতা দলেও একইসঙ্গে কাজ করেছেন দুই বর্ষীয়ান নেতা। এদিন নিজে হাতে চিঠি লিখে দল ছাড়লেন রঘুবংশ।
এই মুহুর্তে করোনা আক্রান্ত হয়ে দিল্লির এইমসে চিকিৎসাধীন রয়েছেন রঘুবংশ প্রসাদ সিং। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে নিজে হাতে চিঠি লিখে জানান, কর্পুরী ঠাকুরের মৃত্যুর পর আমি তোমার সঙ্গে ৩২ বছর ছিলাম কিন্তু আর না। তিনি আরও লেখেন, আরজেডিতে থেকে অনেক ভালোবাসা এবং সমর্থন পেয়েছি৷ আমায় ক্ষমা করো।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/jp-nadda-vertual-rally-westbengal/
লালু প্রসাদ যাদব জেল যাওয়ার পর থেকে দলের দায়িত্বভার তেজস্বী যাদবের ওপর বর্তায়। তারপর থেকেই আরজেডির সঙ্গে বর্ষীয়ান নেতার সম্পর্কের তিক্ততা তৈরি হয়।
এমনটাই সূত্রের খবর৷ চলতি বছরের জুন মাসে আরজেডির নেতা বলেন, দলের দায়িত্ব যে সমস্ত নেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তাতে তিনি খুশি নন। বারবার রঘুবংশকে বলতে শোনা যায় রাজ্যসভার পদের জন্য ব্যবসায়ীদের বেছে নিয়েছে দল।
বিহার বিধানসভা নির্বাচনের আগে রঘুবংশের মতো বর্ষীয়ান নেতার ইস্তফায় দলবদলের মেঘ দেখতে পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
রাজনৈতিক মহলের মতে, হাসপাতাল থেকে ছাড়া পেলেই নীতিশের শিবিরে যোগদান করতে পারেন রঘুবংশ প্রসাদ সিং। সেক্ষেত্রে পাল্টে যেতে পারে বিহারের রাজনৈতিক মানচিত্র। যদিও পুরোটাই শুধুমাত্র সময়ের অপেক্ষা।