ভোট বাজিতে নব্বইয়ের ফর্মুলা কাজে লাগাতে চাইছে আরজেডি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১৯৯০ সালের কথা। সেবার কংগ্রেসের সত্যেন্দ্র নারায়ন সিনহাকে পরাজিত করে ক্ষমতায় আসেন লালু প্রসাদ যাদব। সেবারের নির্বাচনে লালুর বাজির ছিল মুসলিম এবং যাদব ভোটের ব্লুপ্রিন্ট।

১৯৮৯ এর ভাগলপুরের সংঘর্ষে তখন আগুন হয়ে রয়েছে গোটা বিহার। হাজারের অধিক মানুষের মৃত্যুর ঘটনায় শুনশান সমস্ত এলাকা। বিহারে নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ছিলেন বিহারের মানুষ। তার ওপর ভাগলপুরের ঘটনার পর সেখানকার মানুষের পাশে দেখা যায়নি মুখ্যমন্ত্রী সত্যেন্দ্র নারায়ন সিনহাকে।

ঠিক একই সময়ে বিহারের মাটিতে রথযাত্রা শুরু করতে চেয়েছিলেন লালকৃষ্ণ আদবানী। কিন্তু লালু দাপটে সেই পরিকল্পনা ভেস্তে যায়।

এই সমস্ত ঘটনাবলীর মাঝে বিহারের জেপি আন্দোলনের অন্যতম নেতা এবং একদা জনতা দলের আভারিকে বিহারের নতুন নায়ক হিসাবে খুঁজে পেয়েছিল মানুষ। ১৭ শতাংশ মুসলিম ভোট গিয়েছিল লালু যাদবের টিমের ঝুলিতে। সেইসঙ্গে যাদবের ১৪ শতাংশ ভোট এগিয়ে দেয় ‘বিহারী বাবু’ কে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/surindar-singh-ahaalwaliya-missing-from-burdawan/

সেই ফর্মুলাতেই ভোটের অঙ্ক কষেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু পরে একসময়ের সঙ্গী নীতিশ কুমারের সঙ্গে বিবাদ বিহারের ভোটকে আড়াআড়িভাবে ভাগ করে দেয়। তারপর থেকে ওবিসি এবং উঁচু সুম্প্রদায়ের ভোট আর লালুকে সাথ দেয়নি।

এরপর চাইবাসা পশুখাদ্য মামলায় জেলবন্দি থেকেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাতেও অঙ্কটা একই রয়েছে। গতবার বিহারের ৮০ টি আসন পায় আরজেডি।

২০২০ এর নির্বাচনে মুসলিম এবং যাদব ভোট অঙ্কের সূত্র ধরেই ভোট বৈতরণী পার করতে চাইছেন লালু প্রসাদ যাদব। সেইমতো ঝাড়খন্ডের জেল থেকেই ব্লুপ্রিন্ট তৈরি করছেন তিনি।

সম্পর্কিত পোস্ট